Published : 12 Aug 2023, 02:28 AM
ঢাকার বিএফ শাহীন স্কুলের সামনে মধ্যরাতে একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকসহ দুই ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনায় আহত দুইজনকে প্রথমে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার এসআই মাইম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটকারের ধাক্কায় আহত দুইজনের মধ্যে রিকশাচালকের অবস্থা খুবই গুরুতর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
স্কুলের সামনের সড়কে দ্রুতগতির প্রাইভেটকারটি রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, সাদা রংয়ের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো- গ- ৩১- ৩০৯০) ফেলে চালক পালিয়ে গেছেন। গাড়ির নম্বর দিয়ে বিআরটিএ থেকে মালিকের পরিচয় জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি।