Published : 08 Aug 2023, 12:58 AM
প্যারাবলিক রিফ্লেকটরের মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত হবে বয়লারে, সেখান থেকে বাষ্প হয়ে যাবে কনডেনসারে; এরপর তরল পানিতে পরিণত হওয়ার পর বিশুদ্ধ হয়ে যাবে ‘অ্যাক্টিভেটেড’ কার্বনের মাধ্যমে।
এমন একটি ব্যয় সাশ্রয়ী প্রকল্প নিয়ে সুইডেনের স্টকহোমে ‘বিশ্ব পানি সপ্তাহে’ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের একটি দল।
চমক জাগানিয়া এমন প্রকল্প তৈরি করে স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজে বাংলাদেশে (জাতীয় পর্যায়) চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী আলমান শিকদার ও মীর মোহাম্মদ আলী।
আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত পর্বে যাওয়া হচ্ছে না মোহাম্মদ আলীর, দলের পক্ষে প্রকল্প তুলে ধরতে স্টকহোমে যাচ্ছে আলমান শিকদার।
সোমবার ঢাকায় সুইডেন দূতাবাসে আলমান ও মীর মোহাম্মদ আলীদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকায় সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ফন লিন্ডে।
বিশ্বজুড়ে পানি বিষয়ক সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানের লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে সুইডেনে ১৯৯৭ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয় জুনিয়র ওয়াটার প্রাইজ। ২০১৫ সাল থেকে এতে যুক্ত হয় বাংলাদেশ।
১৯ থেকে ২৪ অগাস্ট স্টকহোমে এবারের বিশ্ব পানি সপ্তাহ অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আঞ্চলিক বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
বাংলাদেশে জাতীয় পর্যায়ের জুনিয়র ওয়াটার প্রাইজ প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক হাউজ অব ভলান্টিয়ারস ফাউন্ডেশন বাংলাদেশ। সহকারী আয়োজক ওয়াটার এইডের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইটিএন সেন্টার।
সুইডিশ রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে ‘অ্যাকুয়া সান’ নামে নিজেদের তৈরি প্রকল্পের নানা দিক তুলে ধরে আলমান ও মোহাম্মদ আলী।
এর মাধ্যমে লবণাক্ত এবং সব ধরনের দূষিত পানি পরিশোধন করা সম্ভব হওয়ার কথা তুলে ধরে আলমান শিকদার বলল, “এতে খরচও হবে কম। পাঁচ বর্গমিটারের প্যারাবলিক রিফ্লেকটর দিয়ে আমরা যেটা তৈরি করেছি, তাতে খরচ হয়েছে ৪৫ ডলারের মতো। আর এর মাধ্যমে দিনে ১৫ লিটার সুপেয় পানি পাওয়া সম্ভব।”
এটি একটি পরিবেশবান্ধব ব্যবস্থা উল্লেখ করে আলমান বলে, “এতে সূর্যের তাপের ব্যবহার হবে, ফলে বিদ্যুৎ বা জ্বালানির কোনো প্রয়োজন পড়বে না।”
ছোটোবেলায় সুপেয় পানির জন্য মায়ের বহুদূর যাত্রার কষ্ট দেখে এই প্রকল্পের আইডিয়া আসার কথা বলে গোপালগঞ্জের আলমান।
বাবার চাকরির সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠায় পানি নিয়ে মানুষের কষ্ট দেখেছে মোহাম্মদ আলীও।
এই প্রকল্পের মাধ্যমে এই শিক্ষার্থীরা স্টকহোমের বিশ্ব পানি সপ্তাহের আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পাবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ফন লিন্ডে।
নিজেদের জীবন থেকে দুই কিশোরের এই ধারণা পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “পানির জন্য মায়ের দীর্ঘ পথ আসা-যাওয়ার ঘটনা সবার জন্য চিত্তাকর্ষক গল্প হতে পারে।”
রাষ্ট্রদূতের সঙ্গে আলমানদের বৈঠকে অন্যদের মধ্যে বুয়েটে আইটিএনের পরিচালক অধ্যাপক তানভীর আহমেদ, হাউজ অব ভলান্টিয়ারস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাজিদুল হক পাভেল, বেক্সিমকোর চিফ সাসটেইনেবিলিটি অফিসার মহিদুস সামাদ খান উপস্থিত ছিলেন।
স্টকহোমে আয়োজিত জুনিয়র ওয়াটার প্রাইজের চূড়ান্ত পর্বের বিজয়ী পাবেন ১৫ হাজার ডলার পুরস্কার, একটি ক্রিস্টালের ট্রফি ও ডিপ্লোমা। সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ এর প্রধান পৃষ্ঠপোষক।
গত বছরের প্রতিযোগিতায় স্টকহোম ‘জুনিয়র ওয়াটার প্রাইজে’ বাংলাদেশ জিতেছিল ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’।
এবারের প্রতিযোগিতায়ও ভোট দেওয়ার সুযোগ থাকছে।
এবার বাংলাদেশে জাতীয় পর্যায়ের আয়োজনের টেকনিক্যাল পার্টনার এস্টেক্স, টেকনোলজি পার্টনার মিয়াকি এবং মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।