Published : 14 Dec 2023, 07:59 PM
ভোটের আগে এবার পুলিশ পরিদর্শক, উপ পরিদর্শক ও কনস্টেবল পর্যায়ের ছয় শতাধিক সদস্যের বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
বদলি করা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে- ১৪ পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, এসআই ও এএসআই মিলে মোট ১০৫ জন, সাতজন নায়েক এবং ৫২৪ পুলিশ কনস্টেবল রয়েছে। এদের বদলি বা পদায়নে মন্ত্রণালয় সম্মতি দিলে কমিশন তা অনুমোদন করেছে।
ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নে সম্মতির কথা জানায় ইসি।
জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপ্রশাসন ও পুলিশে বড় ধরনের রদবদল করছে ইসি। ইউএনও, ওসি, এসপি, ডিসি, ডিআইজি, পুলিশ কমিশনার পদে রদবদল হয়েছে।
এর অংশ হিসেবে এবার এসআই, এএসআই, কন্সটেবল পদে বদলি করা হল।
গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।