Published : 28 Aug 2023, 09:46 PM
মালয়েশিয়ায় রেসিং চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৩ এ তৃতীয় রাউন্ডের রেস ২ এ প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি রেসার অভীক আনোয়ার; যিনি মেঘনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
রোববার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে এ সাফল্য অর্জন করেন তিনি। বর্তমানে সব মিলিয়ে তৃতীয় স্থানে আছেন অভীক। এর আগে তিনি রাউন্ড ১ এ ‘পোডিয়াম’ অর্জন করেছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেঘনা গ্রুপ।
এতে বলা হয়, শিল্পগ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভীক সব মিলিয়ে মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজে অষ্টম পোডিয়াম। এ অসামান্য জয় তিনি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভীক বিদেশে মোটর রেস বিজয়ী প্রথম বাংলাদেশি। এর আগে দুবাই, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।