Published : 01 Jul 2023, 03:41 PM
ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় পথচারী দুই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দর থানার জসিমউদ্দিন সড়কে জিজিয়ান রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের টাঙ্গাইলগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।”
নিহতরা হলেন মিনারা খাতুন (৫৫) এবং মনি বেগম (৩৫)। তাদের একজন পোশাক কর্মী এবং অন্যজন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ওসি আজিজুল হক মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার পাশাপাশি চালক শাহিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।