Published : 15 Jul 2023, 12:49 PM
হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
তিনি নিচ তলায় বহির্বিভাগ থেকে সাধারণ রোগীদের মতো টিকেট কেটে চিকিৎসক দেখান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজ সকালে ফলোআপ ট্রিটমেন্টের জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছিলেন।
“চোখের ডাক্তার দেখানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী ফেরার সময় বহির্বিভাগের নার্স, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।”