Published : 28 Jan 2024, 10:33 AM
ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ভোরের এ আগুনে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়েছে; ক্ষতির মুখে পড়েছেন অন্য দোকানের মালিকেরাও।
পুরো বিষয়টি খতিয়ে দেখবে এ তদন্ত কমিটি, যেটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটির বাকি সদস্যদের নাম পরে জানানোর কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই মার্কেটে আগুন লেগে বেশিরভাগ দোকানই পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, র্যাব, সেনা, নৌ ও বিমান বাহিনী। সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সিটি করপোরেশন এ মার্কেটে ৩১৭টি দোকান থাকার কথা বললেও ব্যবসায়ীরা বলছেন, দোকান ছিল পাঁচশরও বেশি। সিটি করপোরেশনের হিসাবে এর মধ্যে দোকান পুড়েছে ২১৭টি।
দুপুরের পরও ধ্বংসস্তুপের মধ্যে শেষ সম্বল খুঁজছিলেন ব্যবসায়ীরা। সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাউকেই মার্কেটের ভেতরে ঢুকতে দেয়নি। বেলা একটার পর মার্কেটটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। উৎসুক জনতার ভিড় করলেও তাদের সরিয়ে দেওয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)