Published : 14 Oct 2023, 04:03 PM
১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় ফ্যাশন শো’য় অংশ নিয়ে নতুন রেকর্ডের দাবিদার হলেন বিশ্বের বিভিন্ন দেশের ১৪ জন মডেল, তার মধ্যে বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা রয়েছেন। হিমালয়ের কোলে ভারতের লাদাখে বিশ্বে গাড়ি চলাচলের সর্বোচ্চ পথ উমলিং লায় সম্প্রতি অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক ফ্যাশন শো।
ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১৩টি দেশের মডেলদের সঙ্গে অংশ নেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুটজয়ী তোরসা।
এটাই এখন বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে ফ্যাশন শোর রেকর্ড গড়তে যাচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এখন সবচেয়ে উঁচু স্থানে ফ্যাশন শোর রেকর্ডটি নেপালের। ২০২১ সালের সেপ্টেম্বরে ১৮ হাজার ৪৪ ফুট উঁচুতে সেই ফ্যাশন শো হয়েছিল।
তোরসা বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে সহযোগিতা করেছেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি, এ জন্য সবাই দোয়া করবেন।“
লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের সহযোগিতায় লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ এই ফ্যাশন শো আয়োজন করে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: