Published : 01 Aug 2023, 09:52 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে একটি কৃষ্ণচূড়া গাছ হঠাৎ ভেঙে একটি গাড়ি ও রিকশার উপর পড়ে আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার বিকালে এই ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের একজন প্রকৌশলী রয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছিল। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।
আহতরা হলেন- গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল রহমান (৪০), তার গাড়ির চালক উত্তম বর্মন (৩২), রিকশাচালক বাদশা মিয়া (৫৫) এবং রিকশার যাত্রী মনির হোসেন (৩৫)।
আহত রিকশাযাত্রী মনির ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, গুলিস্তান থেকে রিকশায় করে নিউ মার্কেটে যাচ্ছিলেন তিনি। হঠাৎই গাছটি ভেঙে পড়ে।
তখন কোনো বৃষ্টি বা ঝড় ছিল না বলে জানান তিনি। তবে দুপুরে ঢাকার কিছু এলাকার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল।
গণপূর্তের পাজেরো গাড়িটির চালক উত্তম সাংবাদিকদের বলেন, “স্যারকে নিয়ে সেগুনবাগিচা থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে হঠাৎ গাছটি ভেঙে আমাদের উপর পড়ে।”