Published : 18 Dec 2023, 11:32 AM
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
সোমবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।
প্রয়াত আমিরের রুহের মাগফেরাতের কামনায় সোমবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া হওয়ার কথা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের এই ঘোষণা দেওয়া হয় রোববার।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তেকালে ১৮ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।“
৮৬ বছর বয়সে শনিবার মারা যান কাতারের আমির শেখ নাওয়াফ। শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সে সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ।
২০২০ সালের সেপ্টেম্বরে শেখ সাবাহ ৯১ বছর বয়সে মারা গেলে শেখ নাওয়াফ কুয়েতের আমির হন। আমির হওয়ার আগে তিনি কুয়েতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৩৭ সালে জন্ম নেওয়া শেখ নাওয়াফ ছিলেন কুয়েতের প্রয়াত শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর (১৯২১-১৯৫০) পঞ্চম পুত্র।
তার মৃত্যুতে দেশটির নতুন আমির হিসেবে শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে। নতুন আমির প্রয়াত শেখ নাওয়াফের সৎ ভাই।