Published : 01 Jun 2023, 02:54 PM
মঞ্চের ব্যানারে শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম।আগত অতিথিদের গল্প ও আড্ডায় মুখরিত চারপাশের পরিবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের নয়, এ দৃশ্য যুক্তরাষ্ট্রের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা সংগঠনের নাম দিয়েছেন সিদ্দিকুর রহমান। এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে একটি ঘটনা আছে।
একদিন চায়ের টেবিলে সিদ্দিকুর রহমান ও তার বন্ধুরা মিলে গল্প-গুজব করছিলেন।তারা ভাবলেন, যদি ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করা যায় তাহলে নিয়মিত আড্ডাও হবে পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসা সম্ভব হবে।
এভাবে কেটে গেল প্রায় ১৫ বছর। এক সময় তারা ভুলেও গেলেন এই সংগঠন প্রতিষ্ঠার কথা। অবশেষে ২০১৭ সালের দিকে সিদ্দিকুর রহমান ও তার বন্ধুরা এই সংগঠন প্রতিষ্ঠার স্বপ্ন সত্যি করে তোলেন।
প্রতিষ্ঠাকালে সিদ্দিকুর রহমান ছাড়াও তার স্ত্রী কবিতা রহমান, মিন্টু চৌধুরী ও জাহানারা খান সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বর্তমানে সংগঠনটির সভাপতি আকবর হোসেন মোহন ও সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী অপু। সহ সভাপতির দায়িত্ব পালন করছেন কবিতা রহমান।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জনহৈতিষী কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি। এর মধ্যে একটি কার্যক্রম হচ্ছে ফুড ব্যাংক।
ফুড ব্যাংক চালুর শুরুতে অনেকেই বলেছেন, এখানে কোনো গরীব নেই; তাহলে ফুড ব্যাংক দিয়ে কী হবে?
এরপরও মহামারীর দিনে ১৪ জন চিকিৎসক ও তিনটি হটলাইন নম্বর দিয়ে শুরু করা হয় ফুড ব্যাংকের কার্যক্রম।
ফুড ব্যাংকের খাদ্য তালিকায় ছিল চাল, পেঁয়াজ, তেল, ডাল, লাউ ও শুকনা খাবার।
ফুড ব্যাংকের কার্যক্রম বেশ সাড়া ফেলে। ফুড ব্যাংকের গল্প জানতে চেয়ে ওই সময় সংগঠনের সহ সভাপতি কবিতা রহমানের সাক্ষাৎকার নিয়েছিল ভয়েস অফ আমেরিকা।
এছাড়াও নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ সেবা, সুইসাইড প্রিভেনশান কমিটি এবং আফগান রিফিউজি ফাউন্ডেশন নিয়ে এগিয়ে এসেছে এই সংগঠন।
জনসেবামূলক কার্যক্রম ছাড়াও ক্রিকেট খেলা প্রতিযোগিতা, পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করেছে তারা।
এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা এরই মধ্যে ছয় বছর পার করেছে।
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় কাজ করতে গিয়ে তারা বহু প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন, তবে তাতে পিছপা হননি।
২০২১ সালে আফগানিস্তানে নতুন সরকার আসায় এখানে বহু আফগান শরণার্থীর ঢল নেমেছিল।তাদের পাশে দাঁড়ানোর অনুভূতি ’চিরজীবন মনে থাকবে’ বলে স্মৃতিচারণ করেন ঢাবির এই সাবেক শিক্ষার্থী।
সংগঠনের সহ-সভাপতি কবিতা রহমান বলেন, ”যুক্তরাষ্ট্রের মতো দেশে এই ধরনের সংগঠন হওয়ায় একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সুনাম কুড়াচ্ছে, সেই সাথে বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।”
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।