Published : 09 Jan 2025, 12:37 AM
এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারিভাবে বিদ্যুৎ ও জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধের নিশ্চয়তা বা ‘স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট’ দিতে পারবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের জরুরি পণ্য বা সেবা আমদানি দ্রুত করতে এ পদক্ষেপ নেওয়ার কথা বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
আগে এসব পণ্য আমদানিতে ডিলারের পেমেন্ট গ্যারান্টি দিতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হত বাণিজ্যিক ব্যাংকগুলোকে। কিন্তু এখন সেটি না লাগলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি পেমেন্ট গ্যারান্টি দিতে ব্যাংকগুলোকে অনুমোদন নিতে হত। কারণ সেই ব্যাংকের সক্ষমতা রয়েছে কি না, তা বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করত। এখন সেটা লাগবে না।
“কারণ এসব এলসি পেমেন্টের জন্য সরকার থেকেই নির্দেশনা দেওয়া থাকে। তাই নতুন করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া ঝক্কি ঝামেলা তৈরি হচ্ছিল।”