Published : 30 Sep 2024, 07:30 PM
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় নিহত পোশাক শ্রমিক কাউসার হোসেন খাঁনের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিজিএমইএ।
কাউসার টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর ছিলেন।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ এর গভীর দুঃখ প্রকাশ করছে।
শ্রম আইন অনুযায়ী তার সকল পাওনা দ্রুত পরিশোধ করা হবে বলেও জানিয়েছে বিজিএমইএ।
পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠনটি জানিয়েছে, সোমবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানায় গ্রুপের শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছিল।
সে সময় কিছু বহিরাগত ব্যক্তি গ্রুপের দুই জন শ্রমিকের মৃত্যুর মিথ্যা গুজব তুলে কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়।
বহিরাগতরা ও শ্রমিকরা মিলে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিকরা আরও উত্তেজিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালান।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও শ্রমিক গুরুতর আহত হলে আহত শ্রমিকদের স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনায় আহত আইনশৃঙ্খলা বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ-গুলি, নিহত ১