Published : 28 Jan 2025, 07:18 PM
সরকারি মজুদ বাড়াতে ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল কেনা হচ্ছে।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল কেনার এই প্রস্তাবে সায় দেয়।
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের কাছ থেকে প্রতি টন ৪৭৪ দশমিক ২৫ ডলারে এই চাল আমদানি করা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তির আওতায় ভারতের নুমালীগড় রিফাইনারির কাছ থেকে চলতি বছরের জন্য (জানুয়ারি থেকে ডিসেম্বর) এক লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে এক হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন টিসিবির জন্য স্থানীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়।
সিটি সুগার ইন্ডাস্ট্রিজ এই চিনি রপ্তানির কাজ পেয়েছে। প্রতিকেজি ১১৫ টাকা ৪২ পয়সা হিসাবে এতে মোট খরচ হবে ১১৫ কোটি ৪২ লাখ টাকা।
টিসিবির জন্য দেশীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডালও কেনা হচ্ছে। প্রতিকেজি ৯৮ টাকা ৪৫ পয়সা হিসাবে এতে মোট খরচ হবে ৯৮ কোটি ৪৫ লাখ টাকা।