Published : 20 Jun 2025, 12:53 AM
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।
সংগঠনের আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ে তিনি দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার এবিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নতুন এ দায়িত্বের আগে মাসরুর আরেফিন সংগঠনের ভাইস চেয়ারম্যান ছিলেন।
সংগঠনের সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় নতুন সভাপতি বেছে নেওয়ার পাশাপাশি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীকে।
নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবিবির শেষ বোর্ড সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তিনি সংগঠনের সাবেক চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ব্র্যাক ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক গত মে মাসে ব্যাংকটি থেকে পদত্যাগ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ ব্যাংকার মাসরুর ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩০ বছরের পেশাগত জীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, এএনজেড ব্যাংকের মেলবোর্ন হেড অফিস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএসহ অন্যান্য ব্যাংকে কাজ করেন।
তিনি সিটি ব্যাংকের সিইও হিসেবে গত ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। এবিবিতে প্রায় চার বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করার পর এবার তিনি সংগঠনটির নেতৃত্বে এলেন। ব্যাংকার পরিচয়ের বাহিরে তিনি একজন লেখক ও অনুবাদক হিসেবেও সুপরিচিত।
নতুন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার হিসেবে যোগ দেন। এরপর ২০১৬ সালে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক এবং ২০২০ সালে অতিরিক্ত ব্যবস্থাপানা পরিচালক ও পরে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে উন্নীত হন।
এই ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি চিফ অপারেটিং অফিসার, চিফ অ্যান্টি মানিলন্ডারিং অফিসার, চিফ রিস্ক অফিসার ও ক্রেডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।