Published : 15 May 2025, 09:39 PM
উড়োজাহাজের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম কমায় এয়ারলাইন্সগুলোকে যাত্রী ভাড়া কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকালে বেবিচকের সদর দপ্তরে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে রাতে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, “জেট ফুয়েলের দাম কমার ফলে যাত্রীরা যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পান, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।”
বৈঠকে বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা এতে ‘ঐকমত্য’ জানিয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
২১ মে থেকে ফ্লাইটে ফেরায় নভোএয়ারকে অভিনন্দন জানান বেবিচক চেয়ারম্যান ও অন্যান্য এয়ারলাইন্সের প্রতিনিধিরা।
বেবিচক চেয়ারম্যান বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের কার্যক্রম ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
“টার্মিনালের সব নির্মাণকাজ ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড মেনে হবে, যেন দেশি-বিদেশি যাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন সেবা পেতে পারেন।”
বৈঠকে বেবিচক চেয়ারম্যান বলেন, “সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
“প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক মান অনুসারে নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”
২০২৫ সালের জুন মাসের শেষভাগ বা জুলাই মাসের প্রথম দিক থেকেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া বেবিচক চেয়ারম্যান সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি এয়ারলাইন্স প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, তারা যেন এসব বিমানবন্দরকে কেন্দ্র করে নতুন আন্তর্জাতিক রুট চালু করতে এবং নিয়মিত ফ্লাইট চালানোর উদ্যোগ নেন।
বৈঠকে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা, পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবও উপস্থিত ছিলেন।