Published : 23 Jan 2025, 05:31 PM
বাস, বিমান ও ট্রেনের টিকেট বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের নানা ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টিকেট বুকিং প্ল্যাটফর্ম ‘যাত্রী লিমিটেড’, ‘সহজ’, ‘বিডিটিকেটস’; অনলাইন ট্রাভেল এজেন্সি ‘শেয়ারট্রিপ’, ‘গোযায়ান’, ‘এমি ট্রাভেল’, শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেসের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে এই সুবিধাগুলো উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
বিকাশ বলছে, ‘সহজ’ ও ‘বিডিটিকেটস’ থেকে বাসের টিকেট কিনে ন্যূনতম ২০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। ‘যাত্রী লিমিটেডে’ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা।
এছাড়া নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকেট কিনে ন্যূনতম ১০০০ টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
অন্যদিকে, বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট বুকিংয়ে বেইজ ফেয়ারের ওপর গোযায়ানে ১১ শতাংশ এবং এমি ট্রাভেলে ১৬ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা। এমি ট্রাভেলের অফারটি শুধু বিকাশ অ্যাপ থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রযোজ্য। শেয়ারট্রিপে পেমেন্টে ‘FLYBKASH’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা আরও পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
এদিকে ট্রেনের টিকেট বুকিংয়ে ন্যূনতম ১০০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশের মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।
ক্ষেত্রবিশেষে গ্রাহকরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন।
অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/travel-umbrella।