Published : 09 May 2023, 08:29 PM
ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড বাটারফ্লাইয়ের বিক্রয়কেন্দ্রে এখন থেকে মিলবে হিটাচির রেফ্রিজারেটর।
ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হিটাচি’র ব্যবস্থাপনা পরিচালক সম্পাদক চেন টেক বেং এ বিষয়ে বলেন, “বাংলাদেশের প্রতিটি বাড়িতে সর্বোত্তম সুবিধা ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার এই যাত্রায় বাটারফ্লাই গ্রুপের সঙ্গে নতুন কিছু যোগ করতে পেরে আমরা আনন্দিত। শুধু পণ্য বিতরণই নয়, আমরা আমাদের পণ্যগুলো নিয়ে তাদের এই অগ্রযাত্রার সঙ্গে আছি।“
অদূর ভবিষ্যতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে গ্রাহকদের চাহিদা মেটাতে আরও অত্যাধুনিক পণ্য নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
বাটারফ্লাইয়ের সিএমও তাহসিনা আফরোজ রুম্পা বলেন, “হাউজ অব বাটারফ্লাই গ্রাহকদের কাছে সেরা মানের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, দেশজুড়ে ছড়ানো নেটওয়ার্ক ও সহজ পেমেন্ট সিস্টেম কিস্তিতে গ্রাহকরা তাদের নিজ নিজ এলাকা থেকেই পছন্দের ব্র্যান্ডের ফ্রিজ কিনতে পারবে।"
বর্তমানে সারা দেশে বাটারফ্লাইয়ের ২৫০টি শোরুম এবং চার শতাধিক ডিলার রয়েছে; এছাড়া ১১টি ওয়্যারহাউজ, ১১টি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ২৬০টির বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদের মধ্যে হিটাচির সেলস (এক্সপোর্ট) ডিরেক্টর তরুণ জৈন, হেড অব সেলস (এক্সপোর্ট) এলভিন থাম ও বাটারফ্লাইয়ের ডিরেক্টর (সেলস) মকবুল্লে হুদা চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।