Published : 09 Oct 2023, 07:11 PM
বিশ্বকাপ ফুটবলের পর এবার ক্রিকেট বিশ্বকাপও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখানোর আয়োজন করেছে নগদ।
বিশ্বকাপের পর্দা ওঠার দিন থেকেই টিএসসিতে বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানিটি। তাতে আগ্রহী দর্শকরা বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, মানুষের উৎসাহ বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও দুটি ভেন্যুতে খেলা দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। নগদের এই আয়োজনে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগ।
এর আগে ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখানোর ব্যবস্থা করে নগদ।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেছেন, "আমরা সবসময় তারুণ্য ও খেলাধুলার সাথে থাকতে চাই। এই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে। তাই এই বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব বলে আমরা মনে করেছি।”