Published : 06 Oct 2023, 07:52 PM
বাংলাদেশ দল যদি এবারের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।
পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দেয়ার পর এবার বিশ্বকাপ উপলক্ষে নগদের ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার এই ঘোষণা এল। শুক্রবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।”
সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করে নগদ। অনলাইনে ও অফলাইনে ওই কনটেন্ট নিয়ে চলছে আলোচনা।
কনটেন্টটির মাধ্যমে সারা দেশকে ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার আহবান জানান ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
সাকিব ও তামিমকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, “সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসাথে। একসাথে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা।
“আমার ইচ্ছা ছিল যে, তাদের যদি মাঠের বাইরেও একসাথে দেখা যায়, তাহলে চমৎকার হয়! আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসাথে থাকুক, একসাথে খেলুক, একসাথে জয় নিয়ে আসুক।”