Published : 24 Jun 2025, 08:59 PM
রাউন্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে (আরইউআর) বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকার উত্তরা ইউনিভার্সিটি।
মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবি বলেন, “গত ৪ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, গবেষণায় উত্তরা ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে, যা শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ।”
বিশ্বের ৮৫টির বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর ২০২৫ র্যাংকিং তৈরি করা হয়েছে জানিয়ে ফারাবি বলেন, “যেখানে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড হল: শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা। এসব মূলয়্যানের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা-ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াসমীন আরা লেখা র্যাংকিং বিষয়ে প্রশংসা করে বলেন, “আমাদের সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।
“এ আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে ইউনিভার্সিটির এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।”