Published : 02 Apr 2023, 05:56 PM
সুইডিশ ক্রিকেট ফেডারেশনে সম্প্রতি সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আতিকুর রহমান। এর মধ্য দিয়ে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় প্রথম কোনো বাংলাদেশি দায়িত্ব পেলেন।
সেখানে ২০২৩-২৪ মেয়াদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সাবেক এই শিক্ষার্থী দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউএপি জানিয়েছে, গত ১৯ মার্চ সুইডেনের স্টকহোমে সুইডিশ ক্রিকেট ফেডারেশনের বার্ষিক সভায় অনুষ্ঠিত নির্বাচনে আতিকুর রহমান ও তার প্যানেল বিজয়ী হন।
বর্তমানে সুইডেনের লজেন্ট গ্রুপের আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আতিকুর তথ্যব্যবস্থাবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিতে দেশ ছাড়েন ২০১০ সালে।
আতিকুর এর আগে সুইডেনের বোরস ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।