Published : 08 Jul 2024, 06:44 PM
ইংরেজি বিভাগের ২১ বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে 'ডিপার্টমেন্ট ডে ২০২৪'।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, রোববার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আব্দুছ ছবুর খান ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাহিত্য চর্চার মাধ্যমে জ্ঞানকে শাণিত করার আহ্বান জানান।
তিনি বলেন, “অন্যরা তাদের বিদ্যা সুচারুভাবে প্রকাশ করতে গেলে তোমাদেরকে লাগবেই। কারণ পৃথিবীতে কোনো জ্ঞানই ভাষা তথা সাহিত্যের প্রকাশ ছাড়া সম্ভব নয়। কবি নজরুল, কায়কোবাদ, জসীম উদ্দীন, ফররুখ আহমদ-সহ আধুনিক যুগের যে সব শক্তিমান কবি ও সাহিত্যিক বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তাদের সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুবাদ করার দিকে নজর দিতে হবে।”
সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার মো. মোয়াজ্জম হোসেন এবং ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগ আয়োজিত ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম দশ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।