Published : 01 Jul 2025, 09:22 PM
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পগুলোর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম মো. শিরিনও উপস্থিত ছিলেন বলে ডাচ-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতরি বক্তব্যে তিনি বলেন, ডাচ বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্পগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ‘সফলভাবে’ বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকাণ্ড শেষ হলেও অংশীজন ও গবেষকরা এসব কাজ চালিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ডাচ বাংলা ব্যাংকের স্পেশাল সিএসআর কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মঞ্জুরুল আলম প্রকল্পগুলোর সংক্ষিপ্ত ফলাফল ও সফলতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ২০২৩-২০২৫ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকভিত্তিক সাতটি প্রযুক্তি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়।
অধ্যাপক মঞ্জুরুল আলম ও অধ্যাপক ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার কারিগরি অধিবেশনে সাতটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হয়।