ত্রিদেশীয় সিরিজ
Published : 26 Jun 2025, 07:16 PM
আন্তর্জাতিক ক্রিকেটে জেরল্ড কুটসিয়া ও নান্দ্রে বার্গারের ফেরার দুয়ার খুলেছে। লম্বা সময় পর জাতীয় দলের প্রতিনিধিত্ব করার হাতছানি এখন তাদের সামনে। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে এই দুই পেসারকে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
হারারেতে জুলাইয়ের মাঝামাঝি স্বাগতিক জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজটি। তার জন্য বৃহস্পতিবার ১৪ জনের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
হ্যামস্ট্রিং চোটের পর কুঁচকির সমস্যায় অনেক দিন মাঠের বাইরে ছিলেন কুটসিয়া। আর পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্র্যাকচার ভোগাচ্ছিল বার্গারকে। দুইজনে যথাক্রমে ৮ ও ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।
নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম, ব্যাটসম্যান রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার, অলরাউন্ডার মার্কো ইয়ানসেন, পেসার কাগিসো রাবাদা ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজকে (তিনি আছেন টেস্ট দলে) দেওয়া হয়েছে বিশ্রাম।
আবারও পিঠের চোটে পড়েছেন আনরিখ নরকিয়া। তাই তিনি বিবেচনাতেই ছিলেন না। দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড জানিয়েছেন, অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন গতিময় এই পেসার।
মার্করামের অনুপস্থিতিতে সিরিজটিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রাসি ফন ডার ডাসেন। এর আগে অবশ্য জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
অভিজ্ঞদের মধ্যে ফন ডার ডাসেন ছাড়া আর আছেন কেবল রিজা হেনড্রিকস ও লুঙ্গি এনগিডি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা চারজনকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে দুইজন এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়ে টেস্টের পর এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী আগ্রাসী উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুয়ান ড্রে-প্রিটোরিয়াস। এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে ১৪৬.৪৮ স্ট্রাইক রেটে তিনি রান করেছেন এক হাজার ২১।
আরেক নতুন মুখ কিপার-ব্যাটসম্যান রুবিন হারমান ৪৬ টি-টোয়েন্টি খেলে এক হাজার ১১৮ রান করেছেন ১৩১.৮৩ স্ট্রাইক রেটে। তার নামের পাশে এক সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৬টি ফিফটি।
বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি টেস্ট (৪) ও ওয়ানডে (২) খেললেও অপেক্ষায় আছেন টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে খেলার। এখন পর্যন্ত ৮৮ টি-টোয়েন্টি খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও রাখতে পারেন কার্যকর ভূমিকা। ১১২.৭৭ স্ট্রাইক রেট ও পাঁচ ফিফটিতে করেছেন এক হাজার ১৮৩ রান।
একটি করে ওয়ানডে ও টেস্ট খেলা পেসার কর্বিন বশ স্বীকৃত টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন ৮৯ ম্যাচে। যেখানে ৭৬ ইনিংসে বোলিং করে তার উইকেট ৬০টি।
আগামী ১৪ জুলাই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: রাসি ফন ডার ডাসেন (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, রিজা হেনড্রিকস, রুবিন হারমান, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে।