দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
Published : 07 Dec 2024, 09:49 PM
নতুন দিনে বল হাতে আলো ছড়ালেন ড্যান প্যাটারসন। দুর্দান্ত বোলিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন পাঁচ উইকেটের স্বাদ। পরে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করামের ফিফটির পর টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবসের অবিচ্ছিন্ন জুটিতে বড় লিডের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা।
গেবেখায় দুই দলের দ্বিতীয় টেস্টে শনিবার শ্রীলঙ্কাকে ৩২৮ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৯১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসের ৩০ রানের লিডের সুবাদে এগিয়ে আছে ২২১ রানে।
৫ চারে ৭৫ বলে ৫৫ রান করেন মার্করাম। দুটি করে ছক্কা ও চারে ৪৮ রানে অপরাজিত আছেন বাভুমা। ২ চারে ৩৬ রানে খেলছেন স্টাবস। প্রথম টেস্টের দুই সেঞ্চুরিয়ান ৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।
এদিন অবশ্য সব আলো কেড়ে দেন প্যাটারসন। আগের দিন এক উইকেট নেওয়া পেসার এদিন আরও চার শিকার ধরে পূর্ণ করেন পাঁচ উইকেট। দুটি করে প্রাপ্তি মার্কো ইয়ানসেন ও কেশাভ মহারাজের।
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ৩৫ বছর বয়সী প্যাটারসন। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তার চেয়ে বেশি বয়সে ৫ উইকেট নিতে পেরেছিলেন কেবল একজন, জিওফ শাব, ৪০ বছর বয়সে।
প্রতিপক্ষের ছোবলে ২২ ওভারে ৬৭ রানে শেষ ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করা দলটির প্রথম ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় সেশনের শুরুতে।
সফরকারীদের ইনিংসে প্রথম ৮ ব্যাটসম্যানই যান দুই অঙ্কে। কিন্তু আগের দিন পাথুম নিসাঙ্কার ৮৯ রান ছাড়া ফিফটি করতে পারেননি আর কেউ। চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেন আরও তিন জন।
সাবধানী ব্যাটিংয়ে দিন শুরু করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিস। তাদের প্রতিরোধ বেশি দীর্ঘ হতে দেননি ইয়ানসেন। তার বাড়তি লাফানো বলে কট বিহাইন্ড হন অভিজ্ঞ ম্যাথিউস। ৪০ রান নিয়ে খেলতে নেমে স্রেফ ৪ রান যোগ করতে পারেন তিনি। ভাঙে ৬২ রানের জুটি।
দ্বিতীয় নতুন বল নিয়ে ফের প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন ইয়ানসেন। এবার তার শিকার আরেক থিতু ব্যাটসম্যান কামিন্দু। ২০ রানে দিন শুরু করা ব্যাটসম্যান ৪টি চারে ৪৮ রানে ধরা পড়েন স্লিপে। দুই বল পর কুসাল মেন্ডিসের কঠিন ক্যাচ ধরতে পারেননি কিপার কাইল ভেরেইনা।
কিছুক্ষণ পর ফের জীবন পান মেন্ডিস, এবারও বোলার ইয়ানসেন। ব্যাটের কানা নিয়ে সরাসরি প্রথম স্লিপে যাচ্ছিল বল। কিন্তু দ্বিতীয় স্লিপ থেকে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টায় বল মুঠোয় জমাতে পারেননি মার্করাম। তখন ৯ রানে খেলছিলেন মেন্ডিস।
দিনে নিজের দ্বিতীয় ওভার করতে এসে লঙ্কানদের কাঁপিয়ে দেন প্যাটারসন। ওই ওভারে ধরেন তিন শিকার। প্রথম বলে স্লিপে ধরা পড়েন ধানাঞ্জায়া ডি সিলভা। এক বল পর মেন্ডিসের স্টাম্প ভেঙে দেন প্যাটারসন। পঞ্চম বলে ফিরিয়ে দেন তিনি লাহিরু কুমারাকে।
দক্ষিণ আফ্রিকার পথের কাটা হয়ে দাঁড়ান প্রাবাথ জায়াসুরিয়া ও ভিশ্ব ফার্নান্দো। নবম উইকেটে তাদের ২৯ রানের জুটি ভাঙেন প্যাটারসন। ৩১ বলে ২ রান করা ভিশ্বকে কট বিহাইন্ড করে পাঁচ উইকেটের উল্লাসে মাতেন তিনি। পরের ওভারে মহারাজের বলে জায়াসুরিয়া স্টাম্পড হলে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন টনি ডি জর্জি ও মার্করাম। ডি জর্জিকে বোল্ড করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জায়াসুরিয়া। দ্রুত রান তুলে ৬৮ বলে ফিফটি করেন মার্করাম। পঞ্চাশের পর বিদায় নেন তিনি ভিশ্বর বলে কট বিহাইন্ড হয়ে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটনকে এবার বড় ইনিংস খেলতে দেননি জায়াসুরিয়া। ৩ চারে ২৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এরপর আর দলকে বিপদে পড়তে দেননি বাভুমা ও স্টাবস। চমৎকার ব্যাটিংয়ে ২৬ ওভার কাটিয়ে দেন তারা দুইজন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৯.২ ওভারে ৩২৮ (আগের দিন ২৪২/৩) (ম্যাথিউস ৪৪, কামিন্দু ৪৮, ধানাঞ্জায়া ১৪, মেন্ডিস ১৬, জায়াসুরিয়া ২৪, লাহিরু ০, ভিশ্ব ২, আসিথা ০*; রাবাদা ২৪-৭-৫৬-১, ইয়ানসেন ২৫-৪-১০০-২, প্যাটারসন ২২-৪-৭১-৫, মহারাজ ২৪.২-৫-৬৫-২, মার্করাম ৪-০-১৫-০)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫৫ ওভারে ১৯১/৩ (ডি জর্জি ১৯, মার্করাম ৫৫, রিকেলটন ২৪, স্টাবস ৩৬*, বাভুমা ৪৮*; ভিশ্ব ১৪-৩-২৫-১, আসিথা ৯-১-২৯-০, লাহিরু ১০-০-৪০-০, জায়াসুরিয়া ২০-১-৭৫-২)