Published : 06 Jul 2025, 01:30 PM
বাংলাদেশ ক্রিকেটের দুয়ার বন্ধ হয়ে যাওয়ার পর সাকিব আল হাসানের ক্রিকেটার পরিচয় জিইয়ে আছে আপাতত দেশের বাইরের নানা লিগে। সেই পথচলায় এবার তার ঠিকানা গ্লোবাল সুপার লিগ। গায়ানার টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
দুবাই ক্যাপিটালস রোববার সামাজিক মাধ্যমে জানায়, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশাভ মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে তারা।
ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে। সেখানেও তিনি খেলেছেন বদলি হিসেবে। গত মে মাসে তিনটি ম্যাচ খেলেন তিনি লাহোর কালান্দার্সে হয়ে। পাকিস্তানের ওই টুর্নামেন্টের আগে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিকতার কারণে প্রায় ছয় মাস স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু আগামী বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচেই নিউ জিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে সাকিবের দুবাই।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরের চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। গায়ানায় পাঁচ দলের আসরের অন্য তিন দল রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেন্স ও স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গত ডিসেম্বরে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স। এবারও সোহানের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলতে গিয়েছে রংপুর। বিদেশী ক্রিকেটারদের মধ্যে স্কোয়াডে আছেন কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং ও খাওয়াজা নাফে।
সাকিব বিপিএলে সবশেষ খেলেছেন রংপুরের হয়েই ২০২৪ আসরে। গ্লোবাল সুপার লিগের গত আসরে রংপুরের হয়ে তার খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। এবারও রংপুরের সফরপূর্ব সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন হয়েছে তাকে নিয়ে। রংপুরের পক্ষ থেকে বলা হয়েছে, সাকিবকে দলে রাখার প্রবল ইচ্ছে থাকলেও তারা রাখতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে।
গত ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে। বিদায়ী টেস্ট খেলতে ওই মাসেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে তাকে থমকে যেতে হয়। নিরাপত্তা শঙ্কায় তার দেশে ফেরা হয়নি। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। বাংলাদেশ দলেও আর তাকে নেওয়া হয়নি।
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সঙ্গে রংপুরের ম্যাচ আগামী ১৬ জুলাই। পাঁচ দলের প্রতিটি পরস্পরের সঙ্গে একবার করে লড়বে প্রাথমিক পর্বে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।