আইসিসি র্যাঙ্কিং
Published : 10 Dec 2024, 08:14 PM
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল হোয়াইটওয়াশড হলেও ব্যাট হাতে ভালোই করেছেন সোবহানা মোস্তারি। তাতে এই সংস্করণের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। এক ম্যাচ খেলেই বোলারদের মধ্যে এগিয়েছেন ফারিহা তৃষ্ণা।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং বিভাগে ৯ ধাপ করে উন্নতি করেছেন সোবহানা ও তৃষ্ণা।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইনিংস শুরু করতে নেমে ২ ছক্কা ও ৩ চারে ৩৫ বলে ৪৬ রান করেন সোবহানা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ তিনি ব্যাট হাতে, ফেরেন স্রেফ ১ রান করে। ঘুরে দাঁড়িয়ে তৃতীয় ম্যাচে ৬ চারে খেলেন ৪৩ বলে ৪৫ রানের ইনিংস।
এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে এখন সোবহানা ৫৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তালিকায় তার ওপর আছেন কেবল একজন, নিগার সুলতানা। ৩ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ১৮ নম্বরে।
দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে তিন ম্যাচে ৯৫ রান করেন শামরিন সুলতানা। তাতে নতুন করে র্যাঙ্কিংয়ে ঢুকে আছেন তিনি ৬৮তম স্থানে। আইরিশ ব্যাটারদের মধ্যে লরা ডেলানি (৫৫তম) তিন ধাপ ও রেবেকা স্টকেল (৯৩তম) ৪ ধাপ এগিয়েছেন।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোন।
আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচটি খেলতে নেমে ৩২ রানে ১ উইকেট নেন পেসার তৃষ্ণা। ওই পারফরম্যান্সে এখন তিনি ৮৫তম স্থানে। বাকি দুই ম্যাচে তিনি ছিলেন না দলে। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ১৮তম স্থানে রাবেয়া খান।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে সবচেয়ে বড় অবদান রেখে সিরিজ সেরা হন ওর্লা প্রেন্ডারগাস্ট। সিরিজে ১০ উইকেট নেওয়া আইরিশ পেসার র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। ২১ ধাপ এগিয়ে আছেন ৬৪তম স্থানে। তার সতীর্থ আর্লিন কেলি সিরিজে ৫ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ২৭তম স্থানে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৯ ও ৩৫ রান করে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। ২০২২ সালে প্রথমবার এক নম্বর হয়েছিলেন তিনি।
ওয়ানডে বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে এক্লেস্টোন। আর অলরাউন্ডারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ।