Published : 05 Jul 2025, 04:34 PM
ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেও অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টকে পাবে না তারা। আরও দুই ম্যাচে তাই দলকে নেতৃত্ব দেবেন ট্যামি বাউমন্ট।
কুঁচকির চোটের কারণে দা ওভালে শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি সিভার-ব্রান্ট। এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বাউমন্ট। তার ২৪৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার নেতৃত্বের অভিজ্ঞতা এটি। যেখানে ৫ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজ বাঁচিয়ে রাখে প্রথম দুই ম্যাচে হারা ইংল্যান্ড।
ম্যাচটিতে একপর্যায়ে বিনা উইকেটে ১৩৭ থেকে ২৫ বল ও ৩১ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ইংল্যান্ড করে ১৭১। জবাবে ৮৫ রানের উদ্বোধনী জুটির পরও ১৬৬ রানের বেশি করতে পারেনি ভারত। শেষ বলে ৬ রানের সমীকরণে ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌরকে আউট করে জয় নিশ্চিত করেন পেসার লরেন বেল।
স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, বাকি দুই ম্যাচেও পাওয়া যাবে না সিভার-ব্রান্টকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তার বদলি হিসেবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার মায়া বুশিয়েকে।
গত এপ্রিলে অধিনায়কত্ব পাওয়া সিভার-ব্রান্ট ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেন দলকে। যেখানে ৯৭ ও ২৪ রানে হারে ইংল্যান্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ওই দুই ম্যাচে বোলিং করেননি সিভার-ব্রান্ট। প্রথম ম্যাচে ১১৩ রানে অলআউট হওয়া দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তিনি ৪২ বলে। দ্বিতীয় ম্যাচে করেন ১৩, ওই ম্যাচেই চোট পান ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা এই নারী ক্রিকেটার।
টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে আগামী বুধ ও শনিবার, যথাক্রমে ম্যানচেস্টার ও বার্মিংহ্যামে।
সাউথ্যাম্পটনে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৬ জুলাই।