বোর্ডার-গাভাস্কার ট্রফি
Published : 02 Jan 2025, 06:15 PM
টেস্ট ক্রিকেটে কয়েক মাস ধরেই সময়টা ভালো যাচ্ছে না রোহিত শার্মার। ব্যাট হাতে ভারত অধিনায়কের বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হবে তাকে। টস করতে নামবেন জাসপ্রিত বুমরাহ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। আগের দিন ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে না খেলার সিদ্ধান্তের কথা প্রধান কোচ গৌতাম গাম্ভির ও প্রধান নির্বাচক আজিত আগারকারকে জানিয়ে দিয়েছেন রোহিত। দুজনই এতে সম্মতি দিয়েছেন।
সিডনিতে বৃহস্পতিবার ফিল্ডিং অনুশীলনের সময় বুমরাহর সঙ্গে অনেক্ষণ কথা বলতে দেখা যায় কোচ গাম্ভিরকে। অনুশীলনে রোহিত নেটে ব্যাটিং করেছেন। তবে স্লিপে ফিল্ডিং করেননি তিনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও আসেননি রোহিত। সেখানে আসেন গাম্ভির। একাদশে রোহিতের জায়গা নিয়ে প্রশ্নে নিশ্চিত করে কিছু বলেননি কোচ।
“রোহিতের সবকিছু ঠিক আছে। আমরা উইকেট দেখব এবং আগামীকাল (শুক্রবার) একাদশ ঘোষণা করব।”
গত মার্চে ধারামশালায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন রোহিত। তারপর থেকে এই সংস্করণে ১৫ ইনিংসে আর তিন অঙ্কের দেখা তিনি পাননি। এই সময়ে পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একবার। বাকিগুলোর কোনোটিতে ত্রিশ পর্যন্তও যেতে পারেননি।
সবশেষ ৯ টেস্টে তার ব্যাটিং গড় কেবল ১০.৯৩। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কারণে। পরের তিন টেস্ট খেলে তার গড় স্রেফ ৬.২।
তার অধিনায়কত্বও আছে আতশি কাঁচের নিচে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় ভারত। চলতি সিরিজে বুমরাহর নেতৃত্বে প্রথম টেস্ট জিতলেও, রোহিতের অধিনায়কত্বে পরের তিন ম্যাচের দুটি হারে তারা, ড্র হয় অন্যটি। সিরিজে পিছিয়ে আছে তারা ২-১ ব্যবধানে।
ম্যাচের আগের দিন রোহিত সংবাদ সম্মেলনে কেন আসেননি, এমন প্রশ্নে গাম্ভির বলেন, “প্রধান কোচ এখানে আছে। এটাই যথেষ্ট হওয়া উচিত।”
“আমরা আগামীকাল (শুক্রবার) উইকেট দেখে (একাদশ) চূড়ান্ত করব।”
রোহিত সিডনিতে খেলবেন কি-না, এমন প্রশ্নে আবারও একইরকম উত্তর দেন কোচ।
সিডনিতে রোহিত না খেললে তার জায়গায় খেলবেন শুবমান গিল। মেলবোর্ন টেস্টে বাইরে রাখা হয়েছিল তাকে। সেক্ষেত্রে গিল খেলবেন তিনে, আর ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করবেন লোকেশ রাহুল। আকাশ দিপের চোটে সুযোগ পেতে পারেন প্রাসিধ কৃষ্ণা।