Published : 29 Jun 2025, 08:55 PM
অপেক্ষা ছিল একটি উইকেটের। কেশাভ মহারাজের লাগল ৪০ বল। টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। তার নাম উঠে গেল ইতিহাসের পাতায়।
বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাইলফলকটি ছুঁয়ে অনন্য কীর্তি গড়েন মহারাজ। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে দুইশ উইকেটের স্বাদ পেলেন তিনি।
১৯৯ উইকেট নিয়ে এই ম্যাচে খেলতে নামেন মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার চোটে এই সিরিজে দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। রোববার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে নিজের সপ্তম ওভারে ক্রেইগ আরভাইনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে দুইশর ঠিকানায় পা রাখেন ৩৫ বছর বয়সী স্পিনার।
ইনিংসে পরে তিনি শিকার করেন আরও দুটি উইকেট।
পেস-স্পিন মিলিয়ে দক্ষিণ আফ্রিকার নবম বোলার হিসেবে টেস্টে দুইশ বা এর বেশি উইকেট পেলেন মহারাজ। ৫৯তম টেস্টে ধরা দিল তার এই অর্জন।
দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের মধ্যে মহারাজের পরে আছেন সাবেক অফ স্পিনার হিউ টেফিল্ড। দেশটির সর্বকালের সেরা স্পিনার বলে বিবেচিত টেফিল্ড ১৭০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন ৩৭ টেস্ট খেলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানা টেস্টে তাকে ছাড়িয়ে দেশের সফলতম টেস্ট স্পিনার হয়ে ওঠেন মহারাজ।
৩৫ টেস্টে ১৩৪ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাবেক বাঁহাতি লেগ স্পিনার পল অ্যাডামস।
৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সফতলতম বোলার সাবেক পেসার ডেল স্টেইন।