Published : 12 Apr 2025, 10:57 PM
পাঞ্জাব কিংসের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ শামির ওপর রীতিমতো তাণ্ডব চালালেন মার্কাস স্টয়নিস। শেষ চার বলে চারটি ছক্কা মারলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। অভিজ্ঞ ভারতীয় পেসারের নাম উঠে গেল রেকর্ড বইয়ে, স্বাভাবিকভাবেই রেকর্ডটি অনাকাঙ্ক্ষিত।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শনিবার ঘরের মাঠে চার ওভারে ৭৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শামি।
আইপিএলে ভারতীয় কোনো বোলারের এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি। সব মিলিয়ে শামি আছেন তালিকার দুই নম্বরে। চলতি আসরেই রাজস্থান রয়্যালসের হয়ে হায়দরাবাদের বিপক্ষে চার ওভারে ৭৬ রান দিয়ে চূড়ায় ইংলিশ পেসার জফ্রা আর্চার।
সেদিন আর্চার ‘মুক্তি’ দিয়েছিলেন গত আসরে চার ওভারে ৭৩ রান দেওয়া মোহিত শার্মাকে। তবে ভারতীয় বোলারদের মধ্যে টুর্নামেন্টটিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে মোহিতের নামটা রয়েই গিয়েছিল। তার সেই জায়গা নিলেন এবার শামি।
হায়দরাবাদে এদিন শুরুতে অবশ্য ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ইনিংসের প্রথম তিন বলে দেন দুই রান। এরপর আর পাত্তা পাননি, ওই ওভারের শেষ তিন বলে তাকে তিনটি চার মারেন প্রাভসিমরান সিং।
পাওয়ার প্লেতে পরের ওভারে তিনটি ছক্কা ও একটি চারে শামি দেন ২৩ রান। সবচেয়ে কম রান দেন তিনি নিজের তৃতীয় ওভারে, ত্রয়োদশ ওভারে বোলিংয়ে ফিরে দেন ১১ রান।
তার ওপর দিয়ে ঝড় বয়ে যায় ইনিংসের শেষ ওভারে। প্রথম বলে আসে এক রান। পরের বলে দুই রান দেওয়ার পর শেষ চার বল ছক্কায় ওড়ান স্টয়নিস। এই ওভারে আসে মোট ২৭ রান।
চার ওভারে সব মিলিয়ে ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি।
২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রানের পুঁজি গড়ে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৮২ ও স্টয়নিস ১১ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন।