Published : 02 Jun 2025, 04:08 PM
আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাইনরিখ ক্লসেন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যান।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সোমবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী ক্লসেন।
২০২৪ সালের জানুয়ারিতে তিনি অবসর নেন টেস্ট ক্রিকেট থেকে। গত এপ্রিলে ঘোষিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত।
গত মার্চে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে পরাজয় হয়ে রইল ক্লসেনের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি গড়ে ক্লসেন বলেছিলেন, নিজেকে ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ প্রমাণ করতে চান তিনি। সেই তাকেই আর দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যাবে না।
“আমার জন্য এটা দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমার ও পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে একই সঙ্গে এ ব্যাপারে এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।”
ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুটি সংস্করণেই দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লসেনের অভিষেক হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।
৬০টি ওয়ানডেতে ৪৩.৬৯ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে তার রান ২ হাজার ২৪১। সেঞ্চুরি চারটি, ফিফটি ১১টি। সর্বোচ্চ ইনিংস ১৭৪, সেঞ্চুরিয়নে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ওয়ানডেতে অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে ক্লসেনের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে কেবল গ্লেন ম্যাক্সওয়েলের, ১২৬.৭০। সোমবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ম্যাক্সওয়েল। তার কয়েক ঘন্টার পরই এলো ক্লসেনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার খবর।
৫৮টি টি-টোয়েন্টিতে ১৪১.৮৪ স্ট্রাইক রেটে ক্লসেনের রান ঠিক এক হাজার। এখানে ফিফটি আছে পাঁচটি। সর্বোচ্চ ইনিংস ৮১।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলোর একটি ক্লসেন। গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামের আগে ২৩ কোটি রুপিতে তাকে ধরে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। এতে তিনি হয়ে যান আইপিএলের ইতিহাসে ধরে রাখা সবচেয়ে দামি ক্রিকেটার।
আকাশছোঁয়া দামে ধরে রাখা ক্রিকেটার এবারের আইপিএলে দলের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি। দলের শেষ ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করেন বটে, কিন্তু আসরে তার আগের ১২ ইনিংসে তিনি পঞ্চাশ ছুঁতে পারেন স্রেফ একবার। ১০ দলের তালিকায় ছয় নম্বরে থেকে আসর শেষ করে হায়দরাবাদ।