Published : 21 May 2025, 01:06 PM
যখন ক্রিজে গেলেন মাহেন্দ্র সিং ধোনি, তখন বাকি আর ছয় ওভারের একটু বেশি। দলের রান রেট দশের কাছাকাছি। তার মতো একজন ব্যাটসম্যানের জন্য অনেকটাই আদর্শ পরিস্থিতি। কিন্তু এই ধোনি তো আগের সেই ধোনি নেই! ক্রিজে যাওয়ার একটু পর ছক্কা একটি মারলেন বটে। এরপর তার ব্যাট গেল ঘুমিয়ে। শেষ ওভারে যখ তিনি আউট হলেন, নামের পাশে রান ১৭ বলে ১৬!
আইপিএলে বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে এভাবেই শেষ সময়ে দলকে হতাশ করেন ধোনি। ১৮৮ রান তুলে বড় ব্যবধানে ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস।
এবার আইপিএলজুড়েই অবশ্য এমন হতাশার চিত্রই মেলে ধরছেন ধোনি। ১৩ ইনিংসে রান করেছেন ২৪.৫০ গড়ে ১৯৬। সর্বোচ্চ ইনিংসটি ৩০ রানের। স্ট্রাইক রেট এমনিতে খারাপ নয় (১৩৫.১৭)। তবে তিনি যে পজিশন ও পরিস্থিতিতে ব্যাট করেন, সেটির জন্য এই স্ট্রাইক রেট যথেষ্টও নয়।
পরিসংখ্যান দিয়েও আসলে বোঝা যাচ্ছে না। এই মৌসুমে বেশ কিছু ম্যাচেই পরিস্থিতির দাবি মেটাতে পারেননি তিনি। ভুগেছেন বড় শট খেলতে।
একজন কিংবদন্তিকে এভাবে ধুঁকতে দেখা যেমন দুঃখজনক, তেমনি উঠছে প্রশ্নও। এভাবে আর কত দিন? সময়ের সঙ্গে প্রশ্ন কেবল উচ্চকিতই হচ্ছে। আর মাস দুয়েক পরই তার বয়স পূর্ণ হবে ৪৪। এবার মৌসুমজুড়েই তাকে নিয়ে এমন প্রশ্ন আর সমালোচনা হয়েছে প্রচুর।
চেন্নাই দল হিসেবেও এবার কাটাচ্ছে বাজে এক মৌসুম। আইপিএলের সফলতম দলটি এবার ১৩ ম্যাচের স্রেফ তিনটি জিতে পয়েন্ট তালিকায় আছে তলানিতে।
ভারতের ক্রিকেট কোচ ও সাবেক অলরাউন্ডার সাঞ্জায় বাঙ্গার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে বললেন, তিনি ধোনির জায়গায় হলে এখন সরে দাঁড়াতেন।
“৪৩ বছর বয়সে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে খেলা কঠিন। এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের কথা বাদই দিলাম, স্থানীয় পর্যায়ের ক্রিকেটে খেলাও কঠিন। শরীরের ওপর অনেক ধকল যায়। এটা এমএসের (ধোনি) ওপরই নির্ভর করছে। তবে আমি যদি এমএস হতাম, তাহলে বলতাম, ‘যথেষ্ট হয়েছে। যতটা চেয়েছি, খেলতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজির স্বার্থও দেখেছি..।’ একটা সময় সরে দাঁড়াতেই হয়। এই সুযোগটা করে দিতে হয়।”
“কেউ যদি মনে করে দলে থেকে দ্রুত পালাবদল ঘটিয়ে নেব… তাহলে আসলে আদর্শ সময় বলে কিছু নেই। বরং এটা ভেবে তার প্রশান্তি অনুভব করা উচিত যে, সে চলে গেলে ফ্র্যাঞ্চাইজি নিজে থেকেই গড়ে উঠবে আবার। সময় বেশি লাগতে পারে, কিন্তু পুরো চক্রটায় তো নিশ্চয়ই তার থাকা হবে না! এমএসের অবস্থানের দিকে এভাবেই দেখছি আমি।”
ধোনি অবশ্য কয়েকদিন আগেই বলেছেন, অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেননি। ৪৪ বছর বয়সে আগামী আইপিএলেও তার থাকার ব্যাপারটি তাই উড়িয়ে দেওয়া যায় না।