Published : 11 May 2023, 12:25 PM
টি-টোয়েন্টি ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির স্ট্রাইক রেট ১৩৪.৫৯। আইপিএল ক্যারিয়ারে তার স্ট্রাইক রেট ১৩৬.০৭। কিন্তু এবারের আইপিএলে তার স্ট্রাইক রেট দুইশর বেশি! এই সাফল্যের পেছনে আছে তার অনুশীলনের ধরন আর এই ৪১ বছর বয়সেও নিজেকে নতুন করে মেলে ধরার তাড়না। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং জানালেন, শেষ তিন ওভারকে ভাবনায় রেখে স্রেফ বড় শটের অনুশীলন করেই এবার সফল ধোনি।
ধোনির বিধ্বংসী ব্যাটিংয়ে এমনিতে বিস্ময়ের কিছু থাকার কথা নয়। তিনি তো বরাবরই আগ্রাসী। তারপরও এবার তিনি চমকে দিতে পেরেছেন। গত কয়েক বছরে বয়সে ভারে তার ধার অনেকটা কমে গিয়েছিল বলেই যে মনে হচ্ছিল!
কমে গিয়েছিল তার রিফ্লেক্স আর বড় শট খেলার সামর্থ্য। আইপিএলে এবারের আগে টানা তিন মৌসুমে তিনি ছিলেন অচেনা। ২০২০ আসরে ১২ ইনিংসে ২০০ রান করেন তিনি ১১৬ স্ট্রাইক রেটে। পরের মৌসুমে স্ট্রাইক রেট ছিল স্রেফ ১০৬! সেবার ১১ ইনিংসে রান করতে পারেন মোটে ১১৪। গত মৌসুম একটু উন্নতি হয় পারফরম্যান্সে। ৩৩.১৪ গড়ে ২৩২ রান করতে পারেন। তবে ১২৩.৪০ স্ট্রাইক রেট ধোনির সঙ্গে তো বেমানানই।
সেই ধোনিই এবার অন্যরকম। এবারের আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের একটি ছোট্ট ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। অনুশীলনে একের পর এক বড় শট খেলে চলেছেন ধোনি। মূল লড়াই শুরুর পর ম্যাচেও তাকে দেখা গেল সেই রূপেই। আবারও ভয়ঙ্কর ধোনি!
তবে ভূমিকা এবার ভিন্ন। এক সময় ফিনিশারের ভুমিকা পালন করার পাশাপাশি ওপরের দিকেও তিনি ব্যাট করতেন নিয়মিত। এখন বয়স আর নানা বাস্তবতা অনুধাবন করে তিনি নিজেকে তৈরি করেন স্রেফ শেষ ২-৩ ওভারে কার্যকর হয়ে ওঠার জন্য। সেখানেই তিনি দারুণ সফল।
এবার চেন্নাইয়ের ১২ ম্যাচে ৮টিতে তাকে ব্যাট হাতে দেখা গেছে। ৬টিতেই রয়ে গেছেন অপরাজিত। বল খেলতে পেরেছেন সব মিলিয়ে মোট ৪৭টি। এতেই ১০টি ছক্কায় রান করছেন ৯৬। স্ট্রাইক রেট ২০৪.২৫।
বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও ২ ছক্কায় ৯ বলে ২০ রান করে দলকে লড়িয়ে স্কোর এনে দেন, ম্যাচের প্রেক্ষাপটে যা হয়ে দাঁড়ায় মহামূল্য।
আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের কোচের দায়িত্বে থাকা ফ্লেমিং বললেন, এবার শেষের ভূমিকা পালন করার জন্যই নিজেকে বিশেষভাবে তৈরি করেছেন ধোনি।
“সে স্রেফ সুনির্দিষ্ট একটি পথে অনুশীলন করছে। সে জানে যে লম্বা সময় ব্যাট করবে না। স্রেফ শেষ তিন ওভারের ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছে সে। রানিং বিটুইন দা উইকেটেও সে আগের মতো কার্যকর নয় অবশ্যই, আজকে যদিও চেষ্টা কম করেনি। তবে এজন্যই, সে মনোযোগ দিয়েছে বড় শট খেলার অনুশীলনে।”
“সেটির ফল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তো জানিই যে সে কত ভালো হিট করতে পারে। কিছু কিছু জোনে সে খুবই শক্তিশালী। এখানেই সে নিজেকে আরও ঝালিয়ে নিয়েছে। আজকেও তার ক্যামিও ইনিংসটি দলের জন্য ছিল খুবই মূল্যবান।”