আইপিএল
Published : 08 Apr 2025, 10:11 PM
ম্যাচের প্রথম বলে পয়েন্টের উপর দিয়ে খলিল আহমেদকে ছক্কায় ওড়ালেন প্রিয়ানশ আরিয়া। পরের ডেলিভারিতে বোলারকে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তিনি। এরপর আর থামাথামির নাম নেই। চেন্নাই সুপার কিংসের বোলারদের তুলাধুনা করে বিস্ফোরক এক সেঞ্চুরি উপহার দিলেন পাঞ্জাব কিংসের ওপেনার।
মুল্লানপুরায় মঙ্গলবার প্রথম ওভারে জীবন পাওয়ার পর পঞ্চম বলে খলিলকে আরেকটি ছক্কা মারেন আরিয়া। তার তাণ্ডব চলতে থাকে পরেও। শেষ পর্যন্ত তিনি থামেন ১০৩ রান করে। ৪২ বলের খুনে ইনিংসটি সাজান ৯ ছক্কা ও ৭ চারে।
বিধ্বংসী ইনিংসটির পথে ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে আরিয়া। আইপিএলের ইতিহাসে ট্রাভিস হেডের সঙ্গে যা যৌথভাবে চতুর্থ দ্রুততম। ৩০ বলে সেঞ্চুরি করে তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। ইউসুফ পাঠান ৩৭ বলে ও ডেভিড মিলার ৩৮ বলে পান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া।
গত বছর দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছয় ছক্কা মেরে ভারতীয় ক্রিকেটে আলোড়ন তোলেন ২৪ বছর বয়সী আরিয়া। পরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও আলো ছড়ান তিনি। টুর্নামেন্টটির গত আসরে এক সেঞ্চুরিতে করেন ৩২৫ রান। যেখানে বাঁহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৩, গড় ৪০.৬২।
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ৩ কোটি ৮০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। টুর্নামেন্ট শুরুর আগে তার প্রতি মুগ্ধতার কথা বলেছিলেন দলটির কোচ রিকি পন্টিং। সুযোগও দেনে তিনি আসরের শুরু থেকে।
আইপিএল অভিষেকে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দেন আরিয়া। কিন্তু পরের দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ; লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ রানের পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে খুলতে পারেননি রানের খাতা।
সেই হতাশা পেছনে ফেলে চেন্নাইয়ের বিপক্ষে জ্বলে ওঠেন আরিয়া। টস জিতে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাবকে গড়ে দেন বড় সংগ্রহের ভিত।
চেন্নাই ম্যাচে এদিন দুই অঙ্কে যেতে পারেননি প্রাভসিমরান সিং, শ্রেয়ার আইয়ার, মার্কাস স্টয়নিস, নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল। ৮৩ রানে ৫ উইকেট হারানো দলকে কক্ষপথে রাখেন আরিয়াই। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই আগ্রাসী ব্যাটিংয়ে রানের চাকায় দম দেন তিনি।
দ্বিতীয় ওভারে মুকেশ কুমারকে ছক্কা হাঁকানো আরিয়া এই পেসারের পরের ওভারে মারেন টানা তিনটি চার। পাওয়ার প্লের শেষ বলে রাভিচান্দ্রান অশ্বিনকে ছক্কায় উড়িয়ে ১৯ বলে ফিফটিতে পা রাখেন তিনি।
দ্বাদশ ওভারে অশ্বিনকে পেয়ে প্রথম দুই বলেই ছক্কা মারেন আরিয়া। ওই ওভারে আরেকটি ছক্কা হাঁকান শাশাঙ্ক সিং। আরিয়ার ঝড়ের বড় ঝাপটা যায় মাথিশা পাথিরানার ওপর দিয়ে। লঙ্কান পেসারকে টানা তিনটি ছক্কার পর চার মেরে ত্রয়োদশ ওভারেই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি।
পরের ওভারে আরিয়ার ঝড় থামান আফগানিস্তানের নুর আহমাদ। ছক্কার চেষ্টায় লং অন বাউন্ডারিতে ধরা পড়েন আরিয়া। ভাঙে শাশাঙ্কের সঙ্গে তার ৩৪ বল স্থায়ী ৭১ রানের জুটি।
আরিয়ার বিদায়ের পর পাঞ্জাবের রানের চাকায় দম দেন শাশাঙ্ক ও মার্কো ইয়ানসেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৩৮ বলে ৬৫ রান।
৩ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৫২ রান করেন শাশাঙ্ক। দুটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ইয়ানসেন। অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া পাঞ্জাব শেষ পর্যন্ত করে ৬ উইকেটে ২১৯ রান।