Published : 27 Aug 2024, 09:29 PM
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির পরবর্তী স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। টানা দুই মেয়াদে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। তার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি।
এবার আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী জয় শাহ। আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হচ্ছেন তিনি। তার আগে এই দায়িত্ব পালন করেছেন জাগমোহন ডালমিয়া, শারাদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শাশাঙ্ক মানোহার।
২০০৯ সালে গুজরাটে ক্রিকেট সংগঠক হিসেবে ক্যারিয়ার শুরু করা জয় বিসিসিআইয়ের সচিব হন ২০১৯ সালের অক্টোবরে। ২০২২ সালে আইসিসির প্রভাবশালী ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফএন্ডসিএ) কমিটির অংশ হন এবং ২০২৩ সালে এর চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।
২০২২ সালে তিনি বিসিসিআই সচিব পদে পুনরায় নির্বাচিত হন। ২০২৫ সাল পর্যন্ত তার এই পদে থাকার কথা ছিল। এখন আইসিসির দায়িত্ব নিলে বাকি পদগুলো ছাড়তে হবে তাকে।
বার্কলে নতুন মেয়াদে দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে গত সপ্তাহে জানিয়েছিল আইসিসি। আগামী নভেম্বরে শেষ হবে তার বর্তমান মেয়াদ।