নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 15 Oct 2024, 11:55 PM
ডাম্বুলা থেকে দুবাইয়ের দূরত্ব তিন হাজার তিনশ কিলোমিটারের একটু বেশি। ঘন্টা খানেকের ব্যবধানে ওই দুটি জায়গায় দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভিন্ন দুই রূপ। শ্রীলঙ্কায় একশর নিচে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দল পেল বড় পরাজয়ের তেতো স্বাদ, আর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুর্দান্ত এক জয় পেল ক্যারিবিয়ান মেয়েরা। উজ্জীবিত পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারিয়ে ছয় বছর পর তারা পৌঁছে গেল বিশ্বকাপের সেমি-ফাইনালে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪২ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১২ বল হাতে রেখে।
এই ম্যাচের আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ১৩ ম্যাচ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেশের বাইরে ইংলিশদের বিপক্ষে তাদের জয় ছিল না ১০ বছরের বেশি সময় ধরে। সেই তারাই এবার পেল স্মরণীয় এক জয়।
আসরে প্রথম তিন ম্যাচে জয়ের পরও এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ফেভারিটদের একটি ইংল্যান্ড। ২০১০ আসরের পর এই প্রথম গ্রুপ পর্বে থামল তাদের পথচলা।
এই ম্যাচের আগে গ্রুপের শীর্ষে ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছিল তিনে। আর এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ হলো গ্রুপ সেরা, রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, তিনে থেকে শেষ করল ইংল্যান্ড।
এই তিন দলেরই সমান ৬ পয়েন্ট করে, নেট রানরেটে এগিয়ে থেকে শেষ চারের টিকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চারে থেকে বিদায় নেয় বাংলাদেশ। স্কটল্যান্ড কোনো পয়েন্ট পায়নি।
বাঁচা-মরার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪১ রান। ন্যাট সিভার-ব্রান্টের ৫০ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস ছাড়া দলের আর কেউ ত্রিশ পর্যন্ত যেতে পারেননি।
৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার লেগ স্পিনার অ্যাফি ফ্লেচার।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেয় হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফের ৭৪ বলে ১০২ রানের উদ্বোধনী জুটি। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের এর চেয়ে বড় জুটি আছে আর কেবল দুটি।
নিজের শততম টি-টোয়েন্টি খেলতে নেমে ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন অধিনায়ক ম্যাথিউস। পাঁচবার জীবন পেয়ে, ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রান করে ম্যাচের সেরা ২৩ বছর বয়সী জোসেফ।
চারে নেমে ২টি করে চার ও ছক্কায় ১৯ বলে ২৭ রান করে দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে ফেরেন ডিয়েন্ড্রা ডটিন।
ওয়েস্ট ইন্ডিজের জন্য আসরের শুরুটা ছিল ভীষণ বাজে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছিল ১০ উইকেটে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, স্কটল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডকে হারিয়ে তারা পৌঁছে গেল শেষ চারে।
সব মিলিয়ে ষষ্ঠবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
ওই আসরের পর প্রথমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। শেষ চারের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।