Published : 03 Nov 2024, 02:44 PM
আম্পায়ারের বল পরিবর্তনের সিদ্ধান্তে চটে গিয়ে বিতর্কে জড়িয়েও শেষ পর্যন্ত কোনো শাস্তির মুখোমুখি হচ্ছেন না ইশান কিষান। ভারতীয় কিপার-ব্যাটসম্যানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হবে বলে মাঠেই জানিয়ে দেন আম্পায়ার। তবে ম্যাচের পর শেষ পর্যন্ত আর আনুষ্ঠানিক অভিযোগ করেননি আম্পায়ার।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের আনঅফিসিয়াল টেস্টের শেষ দিনের ঘটনা এসব। কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে রোববার দিনের খেলার খেলা শুরুর আগে আম্পায়াররা জানান, বল পরিবর্তন করা হবে। ভারত তখন ফিল্ডিংয়ে।
স্টাম্প মাইকে আম্পায়ার শন ক্রেইগের কণ্ঠে শোনা যায়, “আপনারা বলে আঁচড় কেটেছেন, আমরা বল পরিবর্তন করছি। আর কোনো আলোচনা হবে না। লেটস প্লে…।”
এর জের ধরে কিষানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আম্পায়ারের। স্টাম্প মাইকে কিষানের কণ্ঠে শোনা যায়, “আমরা তাহলে এই বল দিয়ে খেলব… এটা খুবই ‘স্টুপিড’ সিদ্ধান্ত।” আম্পায়ার ক্রেইগ তখন বলেন, “এক্সকিউজ মি, মতবিরোধ প্রকাশ করায় আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এটা অসঙ্গত আচরণ। আপনাদের কাজের কারণে বল পরিবর্তন করেছি আমরা।”
আইন অনুযায়ী, বলে আঁচড় কাটা বা কোনোভাবে বলে অবস্থা পরিবর্তন করার শাস্তি পাঁচ রান পেনাল্টি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, আম্পায়াররা যদি নিশ্চিত হতে না পারেন যে, বলের অবস্থা কীভাবে পরিবর্তন হলো, তাহলে স্রেফ বল পরিবর্তন করবেন।
এই ঘটনায় ভারতকে কোনো পেনাল্টি দেওয়া হয়নি। স্রেফ বল পরিবর্তন করা হয়েছে। আম্পায়ার যদিও বলেছিলেন, কিষানের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। কিন্তু সেটিও করা হয়নি।
ম্যাচ শেষ হওয়ার তিন ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, “ম্যাচের চতুর্থ ইনিংসে বলটি বদলে ফেলা হয় বলের অবস্থার অবনতি হওয়ায়। দুই দলের অধিনায়ক ও ম্যানেজারকে সেটি জানানো হয় দিনের খেলা শুরুর আগে। আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
বলের অবস্থার অবনতি কীভাবে হয়েছে, সেটির ব্যাখ্যা অবশ্য নেই সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে ভারত বা কিষানের বিরুদ্ধে অভিযোগ না আনায় তাদেরকে দায়মুক্তও বলা যায়।
আম্পায়ার ক্রেইগের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্যও কিষানের শাস্তি হচ্ছে না।
চতুর্থ ইনিংসে ২২৫ রান তাড়ায় ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ‘এ।’