Published : 13 Jan 2025, 11:59 AM
দুজনই খেলেছেন ১১টি করে ওয়ানডে। জায়গা থিতু করতে পারেননি কেউই। তবে দুজনেরই অলরাউন্ড উপযোগীতা দারুণ। সেই দুই অলরাউন্ডার অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টকে স্কোয়াডে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে মূল কৌতূহল ছিল অবশ্য প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে ঘিরে। দুজনকেই নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে স্কোয়াডে রাখা হয়েছে দুজনকেই। কামিন্সকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা অবশ্য আছে। তবে এক মাসের মধ্যে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে বলে তাকে রেখে দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
সামনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেই এই দুই পেসারের কেউই। পিতৃত্বকালীন ছুটির কারণে এই সফরে যাননি কামিন্স, হেইজেলউড ভুগছেন চোটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হেইজেলউড সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। কামিন্সকে নিয়ে আছে অন্য দুর্ভাবনা। এখন পারিবারিক কারণে ছুটিতে থাকলেও সম্প্রতি তিনি বলেছেন, ভোগান্তির কারণ হয়ে থাকা অ্যাঙ্কেলের অবস্থা বুঝতে স্ক্যান করিয়েছেন তিনি। স্ক্যানের ফল এখনও আসেনি। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে স্কোয়াডে। তাই অধিনায়ককে নিয়ে আশা এখনও আছে নির্বাচকদের।
পেস বোলিং অলরাউন্ডার হার্ডি আপাতত বিগ ব্যাশে বোলিং করতে পারছেন না চোটের কারণে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তার বোলিংও শুরু হয়ে যাবে। চোটের কারণে ক্যামেরন গ্রিনের না থাকা নিশ্চিত ছিল আগেই। সেখানেই মূলত সুযোগটি মিলেছে হার্ডির। সঙ্গে মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস তো আছেনই।
অফ স্পিনিং অলরাউন্ডার শর্ট দুদিন আগেই বিগ ব্যাশে ৫৪ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন। স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। প্রয়োজন পড়লে হাত ঘোরাবেন শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েল। দলে ঠাঁই পাননি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি ও তরুণ আগ্রাসী ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
মূল তিন পেসার কামিন্স, হেইজেলউড ও স্টার্কের সঙ্গে বিকল্প পেসার হিসেবে জায়গা পেয়েছেন ন্যাথান এলিস। তিনি লড়াইয়ে জিতেছেন শন অ্যাবট ও জেভিয়ার বার্টলেটের সঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সঙ্গে। ২৫ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান। এর আগে ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় একটি ওয়ানডে খেলবেন তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।