নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 21 Oct 2024, 06:53 PM
সদ্য শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য খুব একটা ভালো না কাটলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার সুলতানা। কিপার-ব্যটার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। একাদশে সর্বোচ্চ তিন জন ক্রিকেটার আছেন রানার্সআপ দক্ষিণ আফ্রিকা দল থেকে।
দুবাইয়ে রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় নিউ জিল্যান্ড। পরদিন সেরা দল প্রকাশ করল আইসিসি।
শিরোপা জয়ী নিউ জিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার। দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকেও। এ ছাড়া বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।
ফাইনালে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে নিউ জিল্যান্ডের নায়ক অ্যামিলিয়া কার স্বাভাবিকভাবেই আছেন সেরা একাদশে। ফাইনালে তিনটিসহ এক আসরে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ব্যাট হাতে রান করেন তিনি মোট ১৩৫। জেতেন টুর্নামেন্ট-সেরা পুরস্কার।
একাদশে নিউ জিল্যান্ডের আরেক জন পেসার রোজমেরি মায়ার। ফাইনালে তিনটিসহ আসরে তিনি উইকেট নেন মোট ১০টি। ৯ উইকেট নেওয়া নিউ জিল্যান্ডের ইডেন কার্সন জায়গা পেয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস আছেন একাদশে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দুইয়ে আছেন এই দুজন। ৬ ম্যাচে ২২৩ রান করেন অধিনায়ক উলভার্ট, ১৮৭ রান করেন ব্রিটস। একাদশে দক্ষিণ আফ্রিকার আরেক জন বাঁহাতি স্পিনার ননকুলুলেকো এমলাবা।
নিগার আসর শুরু করেন স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রান করে। স্কটিশদের হারিয়ে বিশ্বকাপে ১০ বছর পর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে পরের তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ ও অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন নিগার।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউ জিল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউ জিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)
দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউ জিল্যান্ড)