পাকিস্তান ক্রিকেট
Published : 29 Sep 2024, 05:16 PM
পাকিস্তান দলের নির্বাচকের অধ্যায়টা দীর্ঘ হলো না মোহাম্মদ ইউসুফের। মাত্র ৬ মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশটির সাবেক এই তারকা ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (টুইটার) রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৫০ বছর বয়সী ইউসুফ। পরে বিবৃতি দিয়ে তা নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন ইউসুফ। হাই পারফরম্যান্স সেন্টারে ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান।
গত মার্চে নির্বাচক কমিটিতে ইউসুফকে যোগ করে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সমালোচনার পর কমিটিতে কিছু রদবদল করা হলেও টিকে যান ইউসুফ।
এরপর অগাস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। ভীষণ হতাশাজনক এই সিরিজের দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা সইতে হয় ইউসুফসহ পুরো নির্বাচক কমিটিকে।
নিজ আঙিনায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গত সপ্তাহে দল ঘোষণা করে পাকিস্তান। এই স্কোয়াড নিয়েও শুনতে হয় নানা কথা। সমালোচনার মুখে এবার সরেই দাঁড়ালেন ইউসুফ।
পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী ৭ অক্টোবর, মুলতানে।