ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ
Published : 27 Jun 2025, 05:04 PM
আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন জেডেন সিলস। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ক্যারিবিয়ান পেসারকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বারবাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম দিন দুর্দান্ত বোলিং করেন সিলস। প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে দেওয়ার পথে ৬০ রানে ৫ উইকেট নেন তিনি।
সিলসের আচরণবিধি ভাঙার ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৫তম ওভারে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরানোর পর ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের দিকে যেতে ইশারা করেন তিনি। যা আইসিসির আচরণবিধির ২.৫ ধারাকে লঙ্ঘন করে।
২৪ মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সিলস। গত ৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকা টেস্টের সময় আচরণবিধি ভেঙে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সিলস। তাই আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার লো-স্কোরিং ম্যাচটি দুই দিনেই বেশ জমে উঠেছে। প্রথম ইনিংসে ১৮০ রান গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়ানরা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে ১৯০ রানে। অবশ্য দ্বিতীয়বার ব্যাটিং নেমেও তারা স্বস্তিতে নেই। ৪ উইকেট ৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।