Published : 26 Aug 2024, 02:05 PM
পাকিস্তান দলের সামনে এমনিতেই আঁধার ঘনিয়ে আসছিল বলে মনে করেন আহমেদ শেহজাদ। কিন্তু তারপরও বাংলাদেশের কাছ হার হজম করতে পারছেন না দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। দেশের মাঠে বাংলাদেশের কাছে এমন পরাজয় মানতে পারছেন না সাবেক অধিনায়ক রামিজ রাজাও। সব মিলিয়ে বাংলাদেশের কাছে পরাজয়ের পর ক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানের সাবেক, বর্তমান ক্রিকেটার ও বিশেষজ্ঞরা।
রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে পাকিস্তানের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে বাজেভাবে। দারুণ বোলিংয়ের পর সহজ রান তাড়ায় ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।
দুই দলের ১৪ টেস্টে এটিই পাকিস্তানের প্রথম হার। নিজেদের সুদীর্ঘ ইতিহাসে দেশের মাঠে ১০ উইকেটের হার এটিই প্রথম তাদের। পাকিস্তানে সব সংস্করণ মিলিয়েই ২১ ম্যাচে বাংলাদেশ প্রথমবার হারাতে পারল তাদেরকে।
বাংলাদেশের জন্য জয়টি যেমন ঐতিহাসিক, তেমনি পাকিস্তানের জন্যও এটিকে ঐতিহাসিক পরাজয় বলে মনে করেন আহমেদ শেহজাদ। নিজের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে প্রচণ্ড ক্ষোভ উগড়ে দিলেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।
“পাকিস্তান দলের ঐতিহাসিক পতন শুরু হয়ে গেছে। জাতির কাছে বারবার মিথ্যা তুলে ধরা হয়েছে এবং আজকে, বাংলাদেশের কাছে অপমানজনক পরাজয়ের পর বাজে সেই ব্যাপারটি আবার শুরু হয়েছে। এখন কার কাছে উত্তর চাইবে এই জাতি? কার গলা চেপে ধরবে? এই পরিস্থিতির জন্য দায় কার?”
“পাকিস্তান দলকে এতটা নিচে নামতে জীবনে আগে দেখিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এসবের আলোচনা অন্য কোনো দিন হবে। তবে পাকিস্তান ক্রিকেটের জন্য এটা পতনের নতুন ধাপ। এই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আফগানিস্তানের বিপক্ষে সেই হার থেকে এখন ঘুরে দাঁড়াতে পারেনি তারা।”
দলের ও দেশের ক্রিকেটের এই পরিণতির জন্য অবশ্য ক্রিকেটারদের দিকে আঙুল তুলছেন না ৫ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ১৫৩ ম্যাচ খেলা ক্রিকেটার কাঠগড়ায় দাঁড় করালেন বোর্ড কর্তাদের।
“আগেই বলেছিলাম, শর্ট-টার্ম সিদ্ধান্ত নিলে ক্রিকেটে ক্ষতি হবে। পাকিস্তানের ক্রিকেট এমনিতেই অন্ধকারের পানে ছিল। তবে বাংলাদেশের কাছে হার আশা করিনি।”
“ক্রিকেটারদের এখানে দায় নেই। দোষ পিসিবির, কারণ ক্রিকেটাররা তো জোর করে দলে জায়গা নেয় না। এই ধরনের ক্রিকেটারদের আপনি টানা খেলিয়ে যাচ্ছেন, আপনি ঘরোয়া ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দিচ্ছেন না। আপনি তাহলে মেনে নিন যে, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ক্রিকেটার নেই! এটাই যদি হয়, তাহলে কী করলেন আপনি?”
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান রামিজ রাজা তির ছুড়লেন অধিনায়ক শান মাসুদকে নিয়ে। অধিনায়কের নিজের পারফরম্যান্স ও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
“শান মাসুদ এখন পরাজয়ের ধারাতেই আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে ব্যাপারটি কঠিন ছিল, পাকিস্তানের জন্য সেখানে সিরিজ জয় ছিল অসম্ভব। তবে এখন তো দেশের কন্ডিশনে বাংলাদেশের মতো দলের কাছে হারতে হচ্ছে! ব্যাটসম্যানরা নিবেদন দেখাতে পারেননি, বোলাররা ছিল ভয়াবহ।”
“মাসুদের নিজের ব্যাটিংয়ের উন্নতি দরকার এবং তাকে দেখাতে হবে যে, ক্রিকেটের কিছু বোধ তার আছে। সে অভিজ্ঞ অধিনায়ক, পিএসএল ও কাউন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তবে জানি না, এই অগাস্ট মাসে কোন ভাবনা থেকে সে চার পেসার নিল একাদশে।”
এছাড়াও সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, সাবেক কিপার-ব্যাটস্যান কামরান আকমলসহ আরও অনেক সাবেক ক্রিকেটার স্রেফ ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে।