Published : 28 Aug 2024, 06:47 PM
দুটি পঞ্চাশ ওভারের, পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে আগামী মাসের শুরুতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। দুই সপ্তাহের এই সফরের পূর্ণাঙ্গ সূচি বুধবার ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
কলম্বোর পাঁচটি মাঠে হবে দুই সংস্করণের ম্যাচগুলো। সে লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের মেয়েরা।
আনুষ্ঠানিকভাবে ‘এ’ দলের সফর হলেও, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকেই এই সফরে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হাবিবুল বাশার।
পানাগোডার আর্মি গ্রাউন্ডে আগামী ৮ সেপ্টেম্বর হবে প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচ। কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ওভারের ম্যাচটি হবে ১০ তারিখ।
এরপর কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ তারিখ হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর। থুরস্তান ও কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ সেপ্টেম্বর।
এই সিরিজ শেষ হওয়ার পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত চলে যাবে বাংলাদেশ জাতীয় দল। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
মূল টুর্নামেন্ট শুরুর আগে ২৮ সেপ্টেম্বর পাকিস্তান ও ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।