Published : 04 Jul 2025, 08:24 PM
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলের দুয়ারও খুলল মোহাম্মদ নাঈম শেখের জন্য। প্রায় তিন বছর পর এই সংস্করণে বাংলাদেশ দলে ডাক পেলেন বাঁহাতি ওপেনার। প্রায় এক বছর পর দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। টানা ব্যর্থতায় জায়গা হারালেন নাজমুল হোসেন শান্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করে বিসিবি।
সবশেষ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে লিটন কুমার দাসের সহ-অধিনায়ক হিসেবে শেখ মেহেদি হাসানকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সহ-অধিনায়ক রাখা হয়নি।
চোট কাটিয়ে ফিরেছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এক সিরিজ পর আবার দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।
নাসুমের জায়গায় ওয়ানডে দলে সুযোগ পাওয়া আরেক বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে রাখা হয়নি টি-টোয়েন্টি সিরিজে। এছাড়া বাদ পড়ার তালিকায় শান্তর সঙ্গে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
এক বছরের বেশি সময় ধরেই ঘরোয়া ক্রিকেটে সাদা বলে দারুণ ছন্দে নাঈম। গত বছরের জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৩৫-এর বেশি স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৩১৬ রান করেন ঢাকা মেট্রোর ওপেনার।
ধারাবাহিকতা ধরে রেখে বিপিএলে নিজেকে ছাড়িয়ে যান নাঈম। খুলনা টাইগার্সের হয়ে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১১ রান করেন বাঁহাতি ওপেনার। সেবার তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪৫।
দুর্দান্ত এই পারফরম্যান্সের ভেলায় চড়ে প্রায় তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির দুয়ারে তিনি। ২০২২ সালের এশিয়া কাপের পর আর জাতীয় দলের হয়ে ক্ষুদ্রতম সংস্করণে খেলার সুযোগ পাননি নাঈম।
সাইফ উদ্দিনের বিপিএল অবশ্য তেমন ভালো কাটেনি। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইক রেটে তিনি করেন ১১১ রান। গত বছরের মে মাসে জিম্বাবুয়ে সিরিজের পর আবার জাতীয় দলে ডাক পেলেন পেস বোলিং এই অলরাউন্ডার।
তিন পেসারের ফেরা অবশ্য অনুমেয়ই ছিল। আইপিএলে পাওয়া চোটের কারণে পাকিস্তান সফরে যেতে পারেননি মুস্তাফিজ। পিএসএল খেলতে গিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের মুখে পড়ায় নাহিদ নিজেই ওই সিরিজ থেকে সরে দাঁড়ান। অ্যাঙ্কেলের পুরোনো চোটের কারণে বাইরে ছিলেন তাসকিন।
তানভিরের জায়গায় আরেক বাঁহাতি স্পিনার নাসুমকে ফেরানোর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তানভির। এর আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি খেলে দুই উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৮.৩৭ রান দিয়ে।
গত দুই বছরে বেশ কিছু সিরিজে স্কোয়াডে থাকলেও ২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি নাসুমের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি তার।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের আগেই টি-টোয়েন্টি দলে শান্তর জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। সেই দফায় টিকে গেলেও দুই সিরিজের ছয় ম্যাচের মাত্র একটিতে সুযোগ পান বাঁহাতি ব্যাটসম্যান।
আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলার পর বাকি চার ম্যাচে আর একাদশে জায়গা হয়নি তার। সব মিলিয়ে সবশেষ ১৯ ম্যাচে কোনো ফিফটি নেই শান্তর। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সার্বিক চিত্রও তেমন ভালো নয়।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে সৌম্যকে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, চোট থেকে সেরে উঠলেও জাতীয় দলে ফেরানোর জন্য আরও সময় নিতে চান তারা। বাঁহাতি এই ব্যাটসম্যান এখন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গেছেন গায়ানায়।
শ্রীলঙ্কায় আপাতত ওয়ানডে সিরিজে ব্যস্ত বাংলাদেশ। ক্যান্ডিতে আগামী ১০ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজের খেলা। ডাম্বুলা ও কলম্বোতে বাকি দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন।
দলে ফেরা: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
বাদ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।