Published : 22 May 2025, 07:28 PM
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরুর পর এরই মধ্যে হয়ে গেছে প্রাথমিক পর্বের বাকি চারটিসহ পাঁচটি ম্যাচ। এই ম্যাচগুলোতে ব্যবহার করা হয়নি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আসরের বাকি অংশও চলবে এভাবেই।
ডিআরএস না থাকার কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে এই মাসের শুরুতে স্থগিত করা পিএসএল পুনরায় শুরুর পর প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল পাকিস্তানে ফেরেনি।
দুই প্রতিবেশী দেশের তুমুল উত্তেজনাময় পরিস্থিতির পর পিএসএল পুনরায় শুরুর ক্ষেত্রে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আয়োজকদের। এর মধ্যে মুলতানের একটি ম্যাচ লাহোরে সরিয়ে নেওয়া হয়, যাতে ভ্রমণ কমানো যায় ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তর করা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল আগামী রোববার, সেই দিনই এখন হবে পিএসএলের ফাইনাল। তাই সিরিজটি তিন দিন পিছিয়ে শুরু হবে আগামী বুধবার। ম্যাচের সংখ্যা পাঁচ থেকে কমে হয়েছে তিনটি। সবগুলো ম্যাচ হবে লাহোরে।
গত ৭ মে পিএসএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হয়েছে। পুনরায় শুরুর পর এই প্রযুক্তির ব্যবহার ছাড়া যে পাঁচটি ম্যাচ হয়েছে, সেখানে কোনো ধরনের বিতর্কিত ঘটনা অবশ্য ঘটেনি।
বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হচ্ছে দলগুলোকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। লাহোরের হয়ে খেলবেন বাংলাদেশের তিন অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
আগের দিন প্রথম কোয়ালিফায়ারে গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইসলামাবাদ ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে শুক্রবার, সেদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা লড়বে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।