Published : 22 Feb 2025, 01:15 PM
টুর্নামেন্টের ধরনটাই এমন যে, একটি ম্যাচে হেরে যাওয়া মানেই বড় বিপদ। পাকিস্তান এখন সেই বিপাকেই আছে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, অপেক্ষায় ফেভারিট ভারত। তবে হারিস রউফের দাবি, তারা ভড়কে যাননি একটুও। পাকিস্তানের এই ফাস্ট বোলারের আত্মবিশ্বাসী উচ্চারণ, দুবাইয়ে ভারতকে দুবার হারাতে পারলে আরেকবার কেন নয়!
রউফ যে দুটি জয়ের কথা বলেছেন, এর একটি এসেছে ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় পেয়েছিল পাকিস্তান। পরের জয়টি ২০২২ এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বে ৫ উইকেটে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আরও একবার মরুতে মুখোমুখি হচ্ছে রোববার। শুক্রবার দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রউফ বললেন, জয়ের তৃতীয় অধ্যায় রচনা করতে চান তারা
“দুবাইয়ে আমরা দুবার ভারতকে হারিয়েছি। আমরা এটা তৃতীয়বার করতে চাই ও সেই পারফরম্যান্সগুলোর করতে চাই। আমরা আত্মবিশ্বাসী। দারুণ এক ম্যাচ হবে।”
ওই দুটি ম্যাচেই খেলেছিলেন রউফ। তবে তার কথায় ফাঁক আছে একটু। ওই দুটি ম্যাচই ছিল টি-টোয়েন্টি সংস্করণে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি তো ওয়ানডে। ৫০ ওভারের সংস্করণে দুবাইয়ে দুবার মুখোমুখি হয়ে দুটিই হেরেছে পাকিস্তান। ২০১৮ এশিয়া কাপের সেই দুই লড়াইয়ে একটিতে ভারত জিতেছিল ৯ উইকেটে, আরেকটিতে ৮ উইকেটে।
দুই সংস্করণ মিলিয়ে দুবাইয়ে সার্বিক পরিসংখ্যানেও ভারত এগিয়ে ৩-২ ব্যবধানে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই দলের শুরুটা হয়েছে দুইরকম। পাকিস্তান প্রথম ম্যাচে পাত্তা পায়নি নিউ জিল্যান্ডের কাছে। ভারত হারিয়েছে বাংলাদেশকে।
এই ক্ষেত্রে অবশ্য অতীতে ফিরে যেতে চাইলেন না রউফ। প্রথম ম্যাচের হতাশা চাপা দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের তাড়নার কথা শোনালেন ৩১ বছর বয়সী পেসার।
“যা হয়ে গেছে, তা এখন অতীত। আমরা সবটুকু মনোযোগ দিচ্ছি ভারতের বিপক্ষে ম্যাচে। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নেব আমরা এবং চেষ্টা করব, সেগুলোর পুনরাবৃত্তি না করতে। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ এক লড়াই, ‘ডু অর ডাই’ ম্যাচ। সেমি-ফাইনালে খেলার সুযোগ জিইয়ে রাখতে হলে জেতাটা জরুরি আমাদের।”
বাঁচা-মরার ম্যাচ বলার পর আবার তিনি নিজেই বলছেন, এটিকে অন্য ম্যাচগুলোর মতোই দেখছেন তারা। কোনো চাপ অনুভব করছেন না।
“মনোবল ভেঙে পড়েনি। ছেলেরা সবাই চেষ্টা করবে নিজেদের সেরাটা দিতে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এটি এবং আমরা চেষ্টা করব সব বিভাগে পারফর্ম করতে। বাড়তি কোনো চাপ নেই। আমরা রিল্যাক্সড আছি। এই ম্যাচকে আমরা আর দশটি ম্যাচের মতোই দেখব।”