Published : 17 May 2025, 11:46 AM
সেঞ্চুরিয়ান নিক কেলি টিকে ছিলেন, তাই বড় লিডের আশা জিইয়ে ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু দিনের শুরুর দিকেই তাকে বোল্ড করে দিলেন নাঈম হাসান। আরেক প্রান্তে জ্বলে উঠলেন হাসান মুরাদও। বাংলাদেশ ‘এ’ দলের অফ স্পিন ও বাঁহাতি স্পিনের যুগলবন্দিতে কিউইদের ইনিংস ভেঙে পড়ল দ্রুতই।
সিলেটে শনিবার ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৭ রানে। প্রথম আনঅফিসিয়াল টেস্টের শেষ দিনের বাকি সময়টায় জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের লক্ষ্য ২৪৬ রান।
আগের দিন তিন উইকেট শিকার করা মুরাদ এ দিন যোগ করেছেন আরও দুই উইকেট। ৬১ রানে ৫ উইকেট নিয়ে শেষ করলেন তরুণ এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন ১৩ বার।
আগের দিনের ১ উইকেটের সঙ্গে নাঈম যোগ করেন আরও ৩টি। ৭৩ রান দিয়ে তার উইকেট ৪টি।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের তিন পেসার মিলেই নিয়েছিলেন ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার মিলে শিকার ধরলেন ৯টি।
৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিন শুরু করে নিউ জিল্যান্ড। দিনের চতুর্থ ওভারেই নাঈমের দারুণ একটি ডেলিভারি কেলির ব্যাট-প্যাডের ফাঁক গলে ছোবল দেয় স্টাম্পে।
আগের দিন ১১৭ রান করে অপরাজিত থাকা ব্যাটসম্যান আউট হন ১১২ রানে।
পরের ওভারেই মিচেল হে বিদায় নেন মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে। প্রথম ইনিংসে ৮১ রান করা ব্যাটসম্যান এবার ফেরেন ১৮ রানে।
এরপর লোয়ার অর্ডারকে দাঁড়াতে দেননি নাঈম। তার টার্নিং ডেলিভারিতে বোল্ড ক্রিস্টিয়ান ক্লার্ক, এলবিডব্লিউ হয়ে যান আদিত্য আশোক।
অলরাউন্ডার ডিন ফক্সক্রফট চেষ্টা করছিলেন রান কিছু বাড়াতে। কিন্তু খুব একটা সফল হননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টায় ফিরে যান তিনি ২১ রানে। পাঁচ উইকেট পূর্ণ হয় মুরাদের।
২৪৬ রানের লক্ষ্যে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। লাঞ্চের সময় বাংলাদেশের রান ৩ উইকেট ৪০। দুই চার ও এক ছক্কার পর বাজে শটে ৮ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন এনামুল হক। স্টাম্পের অনেক বাইরের বলে দৃষ্টিকটূ শটে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয় (৪)। বাঁহাতি স্পিনার জেডন লেনক্সের আর্ম ডেলিভারিতে ৫ রানে এলবিডব্লিউ হয়েছেন অমিত হাসান।
১ রানে স্লিপে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে জাকির হাসান খেলছেন ২০ রান নিয়ে।