Published : 20 May 2025, 01:31 PM
দারুণ বোলিংয়ে নজর কাড়ার পাশাপাশি নেতিবাচক কারণেও চলতি আইপিএলে খবরের শিরোণামে এসেছেন দিগ্বেশ রাঠি। আরও একবার দেখা গেল তার সেই বিপরীতমুখি রূপ। দুই উইকেট নেওয়ার ম্যাচেই আচরণবিধি ভেঙে নিষিদ্ধ হলেন লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের লেগ স্পিনার।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সোমবার আভিশেক শার্মার সঙ্গে ঝামেলা পাকান দিগ্বেশ। এই নিয়ে এবারের বিপিএলে তৃতীয় দফায় আচরণবিধি ভাঙলেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
লাক্ষ্নৌয়ে সানরাইজার্সের রান তাড়ায় অষ্টম ওভারের ঘটনা সেটি। ছয় ছক্কা ও চারটি চারে ২০ বলে ৫৯ রান করে আভিশেক আউট হন আরেকটি ছক্কার চেষ্টায়। বোলার দিগ্বেশ তখন ছুটতে ছুটতে হাত নাড়িয়ে ব্যাটসম্যানের দিকে ভঙ্গি করেন মাঠ ছেড়ে যেতে। এরপর তার চেনা ‘নোটবুক’ উদযাপন তো ছিলই, যেখানে তিনি কিছু একটা লেখার বা অটোগ্রাফ দেওয়ার ভঙ্গি করেন।
উদযাপনের বাড়াবাড়ির জন্য এই আসরে আগেও শাস্তি হয়েছে তার। এবার সেই উদযাপনের এক পর্যায়ে মুখোমুখি হন দিগ্বেশ ও আভিশেক। বেশ একচোট বাক্য বিনিময় হয় দুজনের। আম্পায়ার মাইকেল গফ গিয়ে সামাল দেন পরিস্থিতি।
তিনবার আচরণবিধি ভেঙে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট জমা হয় দিগ্বেশের নামের পাশে। তাতেই চলে আসে নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়।
আগের দুই দফায় তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন দিগ্বেশ। সঙ্গে এবার যোগ হয় আরও দুটি।
লাক্ষ্নৌর বোলারদের বাজে পারফরম্যান্সের এই আসরে ব্যতিক্রম দিগ্বেশ। দলের সর্বোচ্চ ১৪টি উইকেট শিকার করেছেন তিনি। এই আইপিএল শুরুর আগে ভারতীয় ক্রিকেটেও খুব পরিচিত ছিলেন না তিনি। স্বীকৃত ক্রিকেটে অভিজ্ঞতা বলতে ছিল কেবল সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুটি ম্যাচ খেলা। তবে গত দিল্লি প্রিমিয়ার লিগে তিনি নজর কেড়েছিলেন ১০ ম্যাচ ১৪ উইকেট নিয়ে। রান আপ কিছুটা সুনিল নারাইনের মতো, ডেলিভারি করেন বল পেছনে লুকিয়ে। সব মিলিয়ে তার দিকে নজর পড়ে লাক্ষ্নৌর। নিলামে ৩০ লাখ রুপিতে তাকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম আইপিএলে বল হাতে চমক দেখানোর পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের নজিরও মেলে ধরলেন বারবার।
সানরাইজার্সের কাছে হেরে এ দিন প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়ে লাক্ষ্নৌ। মৌসুমে যদিও দুটি ম্যাচ তাদের এখনও বাকি। দিগ্বেশ খেলতে পারবেন না একটিতে।
ডিমেরিট পয়েন্ট একবার পেলে সক্রিয় থাকে ৩৬ মাস পর্যন্ত। আগামী মৌসুমেও তাই সতর্ক থাকতে হবে তাকে। আটটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা পেতে হয় দুই ম্যাচের, ১১ পয়েন্টে নিষেধাজ্ঞা তিন ম্যাচের।
একই ঘটনায় আভিশেকের শাস্তি হয় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা।
মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও ম্যাচের পর অবশ্য দুজনকে বেশ ফুরফুরে দেখা যায়। ম্যাচের পর হাত মেলান দুজন, হাসি-মজা-কৌতুকে মেতে উঠতেও দেখা যায়।